রাজধানীর বিজয়নগর এলাকায় আজ রোববার দুপুরে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এর মধ্যে পুলিশের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এ তারিখ ঘোষণা করেন।
এর পরিপ্রেক্ষিতে কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সোয়া দুইটার দিকে বিজয়নগর এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে কস্তুরি হোটেলের সামনে পুলিশের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা। একই সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন।
পল্টন থানার উপপরিদর্শক মশিউর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কয়টি যানবাহন ভাঙচুর করা হয়েছে, এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।