আমাদের কথা খুঁজে নিন

   

তবু ভুল হয়ে যায়

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / তবু ভুল হয়ে যায় নাজমুন নাহার | মার্চ ১৪, ২০১৩ ১. ভুল বাটনে নক হয়ে গেল , যতই চেয়েছিলাম তবু ভুল হয়ে যায় বার বার । তখন তো মন তাপিয়েছিলাম হৃদয়কে শিমুল তুলোর মত দিয়েছিলাম হাওয়ায় উড়তে .. তবু আত্মার ক্রন্দন ভুল বলে নিজের দিকে ফিরিয়েছে যাযাবর আত্মা । ২. আজ আর মুঠোফোনের কেউ নেই হাত পা মেলে দিয়ে ঘুমায় তাই পাখিদের সাথে । যে দিন গিয়েছে রোমান্স ঘন অরন্যে সে দিনের কথা কে মনে রাখে ! কেউ নেই কেউ নেই সময় বন্দী আজ সময়ের ঘেরাটোপে তবু বার বার অপেক্ষায় থাকে নতুন করে নক হবার। বিটপীর মাঝ থেকে তুলে আনে ছোট ছোট ঘাসফুলের রোমান্স।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।