আমাদের কথা খুঁজে নিন

   

ভাবছি কিছু লিখবো

http://www.facebook.com/sumon.dhrubo.....

মন মেজাজ খুব একটা ভাল নাই। চারটা বছর অপেক্ষা করলাম, তার পর যেই বিদেশে আসলাম, তখনই convocation! যাই হোক, দেশে বাহিরে সব কিছুই কেমন যেন অদ্ভুত লাগে। স্কুলের (!) শারীরিক কসরতের কক্ষে গিয়া যা দেখলাম, তাতে আমার অই জায়গায় আবার যাওয়ার ইচ্ছাই উবে গেছে...।। এই সব দেশে আবার মানুষ থেকে কুকুরের দাম বেশি, মানুষের গায়ে কাপড় না থাকলেও কুকুরের কিন্তু অনেক কাপড়, অরা আপনাকে কামর দিলেঅ আপনার হাসতে হবে, এক্তা লাথিও মারা যাবে না!!!...হায়রে সভ্যতা! কুকুরের পিছনে এরা মাসে যত খরছ করে, আমাদের মত ২টা বাঙ্গালি তাতে শান্তিতে পড়াশুনা করতে পারত......। যাই হোক, লিখতে ত শিখি নাই,, শুধু মনের কস্টগুলো ভাগাভাগি করলাম। আসা করি খুব শিগ্রি দেশের ছেলে দেশে ফিরে যেতে পারব। দোয়া রাখবেন...।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।