আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগতম তোমাকে।

মোবাইল ফোনকে বিশ্বাস নয়, বিশ্বাস করলে বিপদে পড়বে। পৃথিবী আজ নতুন করে সেজেছে স্বাগতম জানাতে তোমাকে ফুলেরা নতুন করে নিজেদের সাজাবে তোমার নতুন বসন্ত সাজাবে বলে। তোমার হৃদয় আজ ভেসে যাক লক্ষ ফুলের সৈারভে তোমার নতুন বসন্তে যোগ হোক নতুনত্বের অহংকার আর তুমি জেগে উঠো নতুন স্বপ্নের অঙ্গীকার নিয়ে অনেক দিনের জন্য সাজাতে আরো সহস্র বসন্ত । সাজিয়ে নাও নিজেকে লাল সবুজের অহংকারে রাঙিয়ে নিও নিজেকে নতুন দিনের নতুন ভোরের নতুন জমা শিশিরের শুদ্ধতায়, রাজকন্যা- জীবনের নতুন বছরের পদযাত্রায় স্বাগতম তোমায়।। প্রজন্ম কথা। ০৬.১০.২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।