আমাদের কথা খুঁজে নিন

   

আনথিংক্যাবল: যে মুভিটি আপনাকে ভাবাবে

সামওয়ান উইল উইন দ্য রেস There is no H. and Younger... there's only victory and defeat. The winner gets to take the moral high-ground, because they get to write the history books. The loser... just loses. The only miscalculation in your plan... was me. আনথিংক্যাবল আমি দেখেছি ২০১০-এর মাঝামাঝি সময়ে। এক বসায় দেখা শেষ করে যে কথাটা মাথায় এসেছে তা হলোঃ এই মুভিটির অবশ্যই অস্কার জেতা উচিত, কিন্তু দুর্ভাগ্য এটা কখনোই অস্কার জীতবেনা। সিনেমার কাহীনি বেশ সহজ সরল। ইউসুফ একজন কনভার্টেড আমেরিকান মুসলিম যার নাম ছিল স্টিভেন আর্থার ইয়াংগার। আমেরিকার বিভিন্ন স্থানে তিনি তিনটি নিউক্লিয়ার বোমা প্লান্ট করেছেন এই সংক্রান্ত একটি ভিডিও টেপ এফবিআই-এর হাতে এলে তাকে গ্রেফতার করা হয়।

বোম গুলো কোথায় আছে তা জানতে ইন্টারোগেশনে আসেন সিআইএ-এর একজন এক্সপার্ট যার নাম এইচ। এফবিআই এজেন্ট হেলেন ব্রডি-র উপরে সার্বিক দায়িত্ব দেয়া হয় বোমা/বোমাগুলো খুঁজে বের করার। পুরো সিনেমাজুড়ে ইউসুফের ভুমিকায় মাইকেল শীন, এইচ-এর ভূমিকায় স্যামুয়েল এল. জ্যাকসন এবং এজেন্ট ব্রডি-র ভূমিকায় ক্যারী-অ্যান মসের অভিনয় ছিল অনবদ্য। এইচ-ইউসুফ, ব্রডি-ইউসুফের কথোপকথন, ইউসুফের দর্শন, একজন ইন্টারোগেটরের ব্যক্তিজীবন, আমেরিকার পররাষ্ট্রনীতি (মুসলিম সংক্রান্ত) বিষয়গুলো সিনেমা না দেখলে বোঝা কঠিন। মুভিটির আইএমডিবি রেটিং ৭.১/১০, রটেন টমেটো খুব একটা পজিটিভলি নেয়নি মুভিটিকে, ক্রিটিক রিভিউ রয়েছে মাত্র তিনটি! আবার একজন এটিকে টরচার পর্নো হিসেবেও আখ্যায়িত করেছেন।

মুভিটি দেখলে আপনিও ভাববেন, আপনাকে ভাবাবে...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.