আমাদের কথা খুঁজে নিন

   

আমার পড়া গোয়েন্দা ও থ্রিলার কাহিনি...।

কিছুই বলার নাই ছোটকাল থেকেই গোয়েন্দা ও থ্রিলার কাহিনির প্রতি আমার ঝোক ছিল।তিন গোয়েন্দা দিয়ে শুরু করি; অবশ্য তখন রকিব হাসান লিখত কিন্তু শামসূদ্দিন নওয়াব যখন থেকে এই সিরিজ লেখা শুরু করছে তখন থেকে আর এই সিরিজ পড়ি না।তারপর কুয়াশা সিরিজটা হঠাৎ পড়ে ভাল লেগে যায়,এরপর মাসুদ রানা ভলিউম গুলো গিলতে শুরু করি,বলা যায় এই সিরিজ কাজী আনোয়ার হোসেনের এক অনবদ্য সৃষ্টি।শার্লক হোমস যখন পড়া শুরু করি তখন বুঝতে পারি আসলে গোয়েন্দা কাহিনি কাকে বলে(আমার জীবনে পড়া শ্রেষ্ঠ বই)।সত্যজিৎ রায়ের ফেলুদা আমার কাছে চরম লাগছে,এই গল্প গুলির মধ্যে অস্বাভাবিক কিছু ফুটিয়ে তোলা হয়নি এবং কাহিনি গুলো খুবই বাস্তবস্মত ছিল।এছাড়াও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্রও আমার কাছে দারুন লাগছে।যারা এই ধরনের বই পছন্দ করে তাদের মতামত জানতে চাইছি..কোন সিরিজ সবচেয়ে বেশি ভাল লাগে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।