আমাদের কথা খুঁজে নিন

   

প্রদানমন্ত্রী ... দিলে কি একটুও দয়া হয় না ... আর কত ...

আপনার জন্মদিন, অভিনন্দন! আপনার ছবির পাশে যে মেয়েটাকে বসানো হয়েছে তাকে চিনেন কিনা দেখেনত? না চিনারই কথা, এর নাম সনাবরু, চতুর্থ শ্রেণী, রোল নং -১। ভাইকে ওয়াদা করেছিল, কখন ২য় হবেনা। ... গত মাসের ২২ তারিখে তারও জন্মদিন ছিল, আগের দিনেও না খাওয়া মেয়েটি, সকালেও কিছু না খেয়ে স্কুলে যায়- তার মা কথা দিয়েছিল- স্কুল থেকে আসলেই তাকে ভাত খেতে দিবে। তার জন্মদিনটিও খুব আনন্দের ছিল, স্কুলে গিয়ে দেখল সে ২য় সাময়িক পরিক্ষায় ১ম হয়েছে- খুসি হয়ে বন্ধুদের জন্য কেক কিনেছিল সে। তার কেকটি আপনার জন্য দেশজুড়ে কাটা হাজারো কেকের চাইতে অনেক ছোট ছিল, মাত্র ৫ টাকা দাম।

___ কিন্তু তার আনন্দ হিমালয়ের চাইতেও উঁচু ছিল। তারপর ক্লাস শেষে অবসন্ন হয়ে ঘরে ফিরল সোনাবরু । ক্ষুধায় দু’চোখ অন্ধকার হয়ে আসছে । বাসায় কেউ নেই । হাড়িতে নেই এক ফোঁটা ভাত ।

অথচ তার মা তাকে বলেছিল, আজকে তাকে ভাত খেতে দিবেই, কার দরজায় ভাত খুজতে গেছে কে জানে!!! আপনিই বলুন, বাংলাদেশে এদের বেছে থাকার কোন দরকার আছে??___ নাই, তাই না!! লোকে বলে এর পর সনাবরু খুদার জ্বালায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি বলি, তাকে হত্তা করা হয়েছে, তাকে হত্তা করেছেন আপনি, নাহয় আপনার লক্ষাধিক মন্ত্রি আম্লারা, নায়লে এদেশের ১৬ কোটি মানুষ, অথবা আমি নিজেই। সরি, এই স্ট্যাটাস লিখার সময় আবেগ ধরে রাখতে পারিনি__ কারন আমরা মানুষ, আওয়ামী লিগ না ,আমরা জোট নই, আমরা কোন দলেরও নই !!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।