আমাদের কথা খুঁজে নিন

   

অতোকিছু বুঝিনা,নেতা যা কইছে তাই ঠিক

আমি প্রবাসী আম জনতা ক্লাস সিক্স বা সেভেন এর ইংলিশ বইতে একটা গল্প ছিল, নাম ছিল বোধহয় '' Blind Man & the Elephant" মনে নাই যাইহোক গল্পটা ছিল ৬ জন অন্ধ লোকের হাতি দেখা নিয়ে যে লোক হাতির লেজ ধরল সে বলল হাতি দড়ির মত, যে লোক হাতির শুড় ধরল সে বলল হাতি সাপের মত, যে লোক হাতির দাঁত ধরল সে বলল হাতি তলোয়ার এর মত, যে লোক হাতির পেট ধরল সে বলল হাতি দেয়ালের মত, যে লোক হাতির পা ধরল সে বলল হাতি পিলার এর মত, যে লোক হাতির কান ধরল সে বলল হাতি কূলার মত। বর্তমানে আমাদের দেশে যারা কোন না কোন রাজনৈতিক দলের সমর্থন করেন তারা দেখী কোন চিন্তা ভাবনা ছাড়াই সেই অন্ধদের মত ঐ দলটির ভাল মন্দ সব কাজকেই সমর্থন করেন। ভাবটা এমন, "অতোকিছু বুঝিনা,নেতা যা কইছে তাই ঠিক''

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.