বুকের ভেতর বহু দূরের পথ...
তাজমহল! মোগল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই অমর স্থাপনার প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। কাছ থেকে তাজমহল দেখার সৌভাগ্য আমার কখনও হবে কিনা জানিনা। তবে দুধের সাধ কিছুটা হলেও ঘোলে মিটিয়ে আসলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন কীসের কথা বলছি? জ্বি বলছি বাংলার তাজমহলের কথা। বাংলাদেশি ধনকুবের (!) আহসানুল্লাহ মনির উদ্যোগে ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার পেরাবো গ্রামে ২০০৮ সালে এই তাজমহলটি নির্মিত হয়।
স্থাপনাটি নির্মাণে সময় লেগেছিলো ৫ বছর আর ব্যয় হয় ৪০০ কোটি টাকা। মনির দেওয়া তথ্যানুযায়ী এ কাজের জন্য ভারত থেকে ছয়জন বিশেষজ্ঞ নিয়ে আসা হয়। তারা প্রথমে আগ্রার তাজমহলের পুরো মাপজোক নিয়ে আসেন। তারপর এখানে এসে হুবহু একই তাজমহল নির্মাণ শুরু করেন৷ এছাড়া ইতালি থেকে নিয়ে আসা হয়েছে মার্বেল ও গ্রানাইট পাথর এবং বেলজিয়াম থেকে হীরা৷ নতুন তাজমহলের গম্বুজটি বানাতে ১৬০ কেজি তামা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন রাজমণি ফিল্মসিটির স্বত্ত্বাধিকারী চিত্রপরিচালক আহসানউল্লাহ মনি৷
গত সপ্তাহে স্বচক্ষে দেখে এলাম নকল তাজমহল। যারা দেখে এসেছেন তাদের সবার মতই আমি হতাশ।
ভেতরে ঢুকতেই হাস্যকর কিছু ছবির মাধ্যমে তাজমহলের অবস্থান নির্দেশ করা আছে। প্রবশে মূল্য ৫০ টাকা। গাড়ি পার্কিং ২০টাকা।
তবে তাজমহল নামটার প্রতি দুর্বলতা থাকার কারণেই কিনা জায়গাটায় গিয়ে মনটা ভালো হয়ে গিয়েছিলো।
আর কথা না বাড়িয়ে এবার ছবি দেখুন
প্রেমের নিদর্শন তাজমহলের নামের সার্থকতা প্রমানের জন্যই কিনা মূল স্থাপনার বিভিন্ন ফটকে কপোত-কপোতির ভিড় বিশেষভাবে পরিলক্ষিত
ব্লগার বিবর্তনবাদী নির্মিত তিন মিনিটের এই ভিডিওটি দেখতে পারেন চাইলে
আরেকটি ভিডিও দেখুন
আমার যত ভ্রমণ ও ছবিব্লগ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।