রোববার সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকার দুর্গম রবিচন্দ্র কার্বারি পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) এর মধ্যে ঘণ্টাব্যাপী এ গোলাগুলির ঘটনা ঘটে।
তবে পাহাড়ি এ দুটি দলই গোলাগুলির ঘটনা অস্বীকার করেছেন।
সেনাবাহিনীর দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লোকমান আলী সাংবাদিকদের জানান, ইউপিডিএফ ও জেএসএস (সন্তু লারমা) এর মধ্যে গোলাগুলি খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে জড়িতরা পালিয়ে যায়।
“এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১৩ রাউন্ড গুলির খোসা ও ১টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।”
ইউপিডিএফ এর উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় তাদের কোন সম্পৃক্ততা নেই।
একই কথা বলেন জেএসএস (সন্তু লারমা) এর সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।
দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোলাগুলিতে কেউ হতাহত হয়েছে কীনা তা তাদের জানা নেই।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুগত চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।