আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্যাটাসগুচ্ছ: দুর্নীতি, ট্রাইবুনাল ও রাজনীতি

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো অনেকেই বলেন আমাদের দেশে ইসলামিক দল ওই ১২টা, আর জামাত হইতেছে ইসলামী ব্যবসায়ী দল। বাঙ্গাল কয়, বিএনপি- আওয়ামী লীগও আদবে কায়দায় ইসলামী দল। তারা সরকারী টাকায় হজ করে, সারাবছর দুর্নীতির পরে সপরিবারে ওমরাহ করে মাথা ঢাকা দিয়া- আবার টিভিতে দেখায়। এইটাতো ধার্মিক প্রমানের চেষ্টা, নাকি? ইলেকশন ইয়ারে এই মাথার ঢাকনা বাইরা যায়। ভাষণে বয়ানে 'এনশাল্লাহ' 'সুভানাল্লাহ' ঝড়ে ঘনঘন।

কারণ ভোটের বাজারে যেদিকে তাকায় খালি মুসলিম দেখি, ৯০% এন্ড কাউন্টিং (হিন্দুরা দেশ ছাড়তেসে, মুসলমান বাড়তেই আছে)। মত্সজীবি লীগের মত, ওলামা লিগও একটি পেশাজীবী অঙ্গসংগঠন। মত্সজীবী লীগের পেশা মাছ মারা, ইজারা নিয়া কেওয়াজ করা। আর ওলামা লীগের পেশা ধর্ম। এরা যদি সরকারী কর্মের নাম 'ধর্মের শরিয়া পুলিশ' মার্কা আচরণ করে তাইলে অবাক হওনের কি আছে? হওয়াই সো সিরিয়াস? আমু ব্লগ অফিসে বিটিআরসি ইমেল কইরা কিছু ব্লগারের নাম ঠিকানা চাইয়া, একাউন্ট বাতিল করতে কৈসে।

আমুরা বলছে- করুম না। সোনাব্লগের নিরীহ ইসলামিক আলোচনার ব্লগগুলান হাপিস করতে সময় নেই নাই, নোটিশও দেয় নাই। থাবার হিটলিস্ট যে পোস্ট করসিলো, তারেও ধরে নাই। এথিকা ধারণা করা যায়, অপরাধী ধরার চাইতে ব্লগ বন্ধ করাতেই তাগো আগ্রহ বেশি। তাইলে, আমার ব্লগ বন্ধ করতেও নোটিশ দিবে না।

কিছু বললে, বায়তুল মোকাররমের দক্ষিন গেট দেখায়া দিবে। সোনাব্লগারদের যেমন শাহবাগ দেখানো হইসিল। এমন ঢাল সব সরকারের পছন্দ। এতে চতুষ্পদী তৃনভোজী মতপ্রকাশের স্বাধীনতা কুরবানী দেয়া জায়েজ হইয়া যায়। আর আশরাফ সাহেব অনেক আগেই একবার ব্লগারদের পর্নস্টার বলছিলেন।

একই পথে বিরোধীদলের নেত্রীও বলসেন- নষ্ট ছেলে, নাস্তিক। সুতরাং, দলমত নির্বিশেষে আমাদের জনপ্রতিনিধিরা এই পর্যন্ত তিনটি বিষয়ে একমত হইতে পারলেন ১। শুল্কমুক্ত (বিলাসবহুল) গাড়ি আমদানি ২। বেতন ভাতা বৃদ্ধি ৩। বেয়াদপ ব্লগারকুল নিধন হেইল গণতন্ত্র ২ প্রথম আলোর মতিগতি একটু একটু করে চেঞ্জ হচ্ছে।

আজকে দিসেঃ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টিতে মানবতাবিরোধী অপরাধের বিচার ও শাহবাগ আন্দোলন। গতকাল প্রথম পাতায় স্টিফেন ড়্যাপের খোমা দেখলাম--হেডিং 'ত্রুটি সংশোধনের সুযোগ আছে' মিজানুর সাহেব আবার সরল গরলে মসলিন ত্যানা দিছেন- 'ন্যায় ও নিরপেক্ষতাকে আহত করে, এমন যেকোনো ‘চেতনা’ পরিহার করে একটি তদন্ত কমিশন করতে হবে(জামাতের যুদ্ধাপরাধ অনুসন্ধান করতে)' দাবি তুলছেন। সুতরাং, করবো-করছি-হচ্ছে-দিচ্ছি- ব্যান হলো বলে- এইতো- তবে- 'স্বচ্ছ ও নিরপেক্ষ'--- ইত্যাদি 'ছাগু' শব্দমালার ব্যবহার হঠাত মেইনস্ট্রিমেও আসছে। ফাঁসী চাই ও সকাল বিকাল নাস্তা খাই- বাহিনী না থাকার ফলাফল হাতেনাতে পেতে যাচ্ছি। ৩ হল-মার্কের নিট দায় দুই হাজার ৬৮১ কোটি ৪৮ লাখ টাকা।

বর্তমান বাজারদরে এই টাকাকে ডলারে কনভার্ট করে ১০০ ডলারের নোটের স্তুপ সাজালে সেটার উচ্চতা হবে প্রায় ১১৯ ফুট। সেনাকল্যান বিল্ডিংয়ের অর্ধেক। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বলেন, হল-মার্ক কেলেঙ্কারির অর্থ কোনোভাবেই আদায় হওয়ার সম্ভাবনা নেই। (প্রথম আলো, ২০মার্চ ২০১৩) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.