আমাদের কথা খুঁজে নিন

   

পারসোনা,আমাদের সমাজ আর আ্মাদের মুল্যবোধ(আমি মানুষ হইতো খারাপ,কিন্তু খারাপ মানুষের ও তো ভাল কথা বলার অধিকার আছে!)

"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" তখন দশম শ্রেণিতে পড়ি!নতুন তারুণ্য!২-১টা English porn ইতিমধ্যেই বন্ধুদের পাল্লায় পড়ে দেখে ফেলছি!হঠাত করে এক বন্ধু একদিন একটা সিডির ডিস্ক এনে বলল,দোস্ত বাংলা জিনিস আনছি,দেখবি নাকি?স্বভাবতই বাংলা ওই জিনিসের প্রতি ওন্যরকম এক আকর্ষন ছিলো! তাই দেরি না করে দেখা শুরু করলাম! ওইখানে দেখলাম এক বাঙ্গালী নারী আর পুরষের লীলাখেলা!ওটা মোবাইল দিয়ে ভিডিও করা ছিলো!যাই হোক তরুণ বয়সে ভালো মজা পেলেও আমার মনে একটা জিনিস বাসা বাধলো,ওরা English Christian রা অনেক কিছু করতে পারে তাই বলে আমরা বাঙ্গালী মুসল্মান্দের ও ঠিক একি জিনিস করতে হবে!মনে মনে একটু কষ্ট পেলাম! এরপর ইন্টার এ পড়ার জন্য শহরে এক মেসে উঠলাম!সেখানে পাশের রুমের চাকরিজীবি বড় ভাই প্রতি শুক্রবার তার girlfriend নিয়ে আসত!আর আমরা তাই নীরবে দেখতাম আর মেয়ের চিতকার শুনে মজা লুটতাম!অথচ এক বার ও আমরা এর প্রতিবাদ করিনি! সেই সময় আমাদের এক বান্ধবী তার boyfriend এর সাথে ভেগে গিয়ে ৩-৪ দিন ছিলো!এরপর তার বাপ-মা তাকে ছাড়িয়ে আনে! তারপর যে কথা শুনে সবচে অবাক হলাম যে,তারা নাকি ওই কয়দিন বিয়ে না করেই একসাথে ছিলো! আজ সমাজের এ অবস্থার আমি কিছু কারণ দেখছিঃ ১-আমাদের মত যারা অন্যায় দেখেও প্রতিবাদ করেনা,উল্টে মজা নেয়,তারা পরোক্ষ কারণ! ২-সমাজে মুল্যবোধ জিনিসটা একেবারে কমে গেছে!মানুষের স্বভাব আজ কুকুর-বেড়ালে মত হয়ে গেছে!কুকুর-বেড়াল যেমন পথে-ঘাটে আকাম করে,মানুষ ওমনি যেখানে জায়গা পায় সেখানে আকাম করে-বিয়ে স্বাধীর দরকার হয়না! ৩-মুসল্মানদের মধ্যে আজ ইসলাম একেবারেই উঠে গেছে!হাদীছে বলা আছে-মেয়েরা যেন কখনো সৌন্দর্য বর্ধুনের জন্য ভ্রু না ওঠাই-এটা জায়েয না! আর এসব কারণেই তো পারসোনার মত পার্লার গড়ে উঠেছে!আর ফলাফল তো আমরা জানিই! পরিশেষে এটুকু বলব,আম্রা কি পারিনা আমাদের মুল্যবোধ টা জাগ্রতো করতে!আজ সমাজের প্রতি ক্ষেত্রে যদি ইস্লামের নিয়ম চালু থাকতো-তাহলে হয়ত এরকম অনেক কিছুই আমরা avoid করতে পারতাম!আসুন নতুন চেতনায় উদ্বুদ্ধ হই!(আমি মানুষ হইতো খারাপ,কিন্তু খারাপ মানুষের ও তো ভাল কথা বলার অধিকার আছে!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।