আমাদের ভিতরে অনেকেই আছে যারা জানে না, ফেসবুক থেকেও যেকোন ইমেল এড্রেসে ইমেল করা যায়। তাদের জন্য আমার এই সাময়িক পোস্ট। ফেসবুকে এ সেবাটি একটিভ করে নিতে হয়। এজন্য ফেসবুকের মেসেজে গিয়ে উপরে বাম পাশে claim your facebook email বাটনে ক্লিক করে ইমেল আইডি সিলেক্ট করে, পরে শুধু ওকে করে গেলেই হবে। এরপর সেবাটি একটিভ হওয়ার পর কেউকে ইমেল করতে চাইলে to তে ইমেল এড্রেস এবং message এ মেসেজটি লিখে সেন্ড করলেই হবে। ইচ্ছে করলে এটাস বাটনে (শিকলের মত) ক্লিক করে ফাইলও সংযুক্ত করে দিতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।