আমাদের কথা খুঁজে নিন

   

হিবিজিবি'র অপচেষ্টারা!!

You can't buy love on eBay. অপচেষ্টা-১ আমার উপর বিশ্বাস রাখতে পার অবশ্য যদি তুমি আমাকে বিশ্বাস কর!! যদি নির্ভরযোগ্য মনে কর তা ধরে রাখ শেষ পর্যন্ত, সম্পূর্নরূপে। তোমার স্বপ্ন বাস্তবায়নে আমার উপর নির্ভর করতে পার, কথা দিচ্ছি তোমার বিশ্বাস আমি ধরে রাখব, সংরক্ষন করব অতি যত্নে যতক্ষন আমাকে তোমার প্রয়োজন হবে। আমার চোখে চোখ রাখ অতপর তুমি সিদ্ধান্ত নাও যদি তুমি ভীত সন্ত্রস্ত না হও আমাকে তোমার স্বপ্নে জড়াও!! অপচেষ্টা-২ রাত্রি যখন অনেক বড় মনে হয় শেষ হতে চায় না এবং প্রতিটি মুহুর্তকে মনে হয় অসীম ভয় পেও না, যখন সূর্য ফিরে আসে আকাশে, নিশ্চয়ই রোদের সাথে আমিও আসি তোমার কাছে। ভালো করে তাকিয়ে দেখ খুঁজে পাবে একজনকে যে তোমাকে ছাড়া বাঁচার আশা করেনা! তুমি ফিরে আসো আলোর আহবানে দেখবে রাত্রি গুলো তোমা থেকে অনেক দূরে, কেন তোমার মাঝে এত নিরবতা কেনই বা আমার চিন্তাগুলো সবসময় একই রকম হয়!! আলো যখন ফিরে আসে কেন তুমি তোমার কথা গুলো আমাকে বলো না!! যদিও এগুলো কোন অর্থ বহন করে না, তথাপি সাহস করে দিয়ে দিলাম!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।