আমাদের কথা খুঁজে নিন

   

:আরে তুমি নেকাব খুলতেছনা কেন ???

:আরে তুমি নেকাব খুলতেছনা কেন ??? > সমস্যা আছে :এভাবে স্লোগান দেয়া যায় ??? > ..............(উত্তর দিল না) গতকাল আমারা যখন সংহতি সমাবেশ শেষে মিছিল করে রাজু ভাষ্কর্য পর্যন্ত যাচ্ছিলাম তখন মিছীলের সামনের একটি মেয়ের(নেকাব পরিহিত) সাথে আরেকটি মেয়ের কথপোকথন । মিছিলের পর মেয়েটিকে আবার জিজ্ঞেস করা হল , কেন সে নেকাব এর মধ্যে থেকেই স্লোসান দিচ্ছিল । ( নেকাব পরা খারাপ ইছু না , কিন্তু মিছিলে এটা দেখা যায় না ,। এবং স্লোগান এর আওয়াজ কম হয় , মুখের এক্সপ্রেশন বুঝা যায় না ) মেয়েটি তখন বলল "আমার ছবি আসছিল পেপারে এ। বাসা থেকে ভিষণ বকা খাইচি । মা বলচে এরকম লাফলাফি করলে আমার বিয়ে আটকাইয়া যাবে। তাই মুখ ঢাইকা রাখা"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।