আমাদের কথা খুঁজে নিন

   

!!! যদি চলে যেতে হবে তবে প্রকৃতি তুমি কেন মায়ায় বাঁধাও !!!

মহাকালের পথ যাত্রায় ক্ষণিকের যাত্রি, এই পথে হাঁসি কান্না আনন্দ বেদনা.... ! রহস্য আর মায়ায় ঘেরা এ পৃথিবী । মায়ায় জড়িয়ে রেখে তেড়ে চলছে পৃথিবী নিজ অক্ষ পথে । কিসের এতো মায়া । কেন এ যাত্রায় নিজেদের মায়ায় জড়াই । কেন এ অদৃশ্য টানে দিক বেতল হয়ে ফিরে চাই ।

কেন যান্ত্রিকতা এখনো বিলীন করতে পারে নি মায়ার এ অদৃশ্য শক্তিকে । বেঁচে থাকার খেলায় মেতে উঠি মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে । ধীরে ধীরে জড়ায় পরি মায়ার জালে । ক্ষণে ক্ষণে দীর্ঘ হয়ে ঘন হয়ে যেতে থাকে এ জাল । বেঁধে ফেলি নিজেদের শক্ত শিকলে ।

ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ,আর জমে যাওয়া কিছু ভালবাসা থেকে মনের অজান্তেয় তৈরি হয়ে যায় এ টান । স্বার্থ ময় এ দুনিয়ার স্বার্থ গ্রাস করতে পারে না । ক্রমেয় বেগমান হতে থাকে এ টান । আধুনিক বিজ্ঞানের কোন যন্ত্র দিয়ে পরিমাপ হয় না । শুধু মন থেকেয় পরিমাপ করা যায় ।

মোবাইল স্ক্রিনে বার বার দেখা , কোন এসএমএস এসেছে কিনা সেই পরিচিত নাম্বার থেকে । পথে পথে খুজে যাওয়া ,যদি হয়ে যায় দেখা । অপেক্ষার প্রহর গনা ,যদি কখনো ফিরে আসে । আজও যে ব্যাক্তিটি প্রতিনিয়ত কবর স্থানের বাহিরে দাড়িয়ে থাকে । অনেক আগ্রহে ভেজা চোখে দাড়িয়ে থাকে প্রতিনিয়ত ।

কিছু ঘণ্টা খানেক সময় কিছু সেকেন্ডে পরিনত হয়ে যায় তার । কার জন্য দাড়ায় থাকে ? অযথা দাড়ায় থেকেয় বা লাভ কোথায় তার ? তিনি তো আর কখনোয় সেই প্রিয় মানুষটির দেখা পাবে না । তার এই ক্ষণ কখনোয় লাভ ক্ষতিতে হিসেব হয় না । তিলে তিলে বেঁধে ছিল মায়ার বাঁধনে । আর এই অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় তার প্রিয় মানুষটির কাছে ।

মায়ার জালে ক্রমান্বয়ে জড়িয়ে যাওয়া । প্রিয় মানুষ গুলোর মায়ায় ঘরে ফেরা । শূন্য রাস্তায় চেয়ে থাকা , খাবার টেবিলে বসে থাকা , অযথায় চিন্তা করা , ভালো লাগার জন্য অক্লান্ত পরিশ্রম করা, অসুস্থে রাত জেগে থাকা ,সেবা করা অথবা চোখের কনে জমে থাকা জল মুছে দেওয়া । আসা যাওয়ার খেলায় সবাইকে চলে যেতে হয় । রেখে যায় শুধু মায়া নামক অদৃশ্য শক্তি ।

যা তেরে বেড়ায় অনন্ত কাল । যা জায়গা করে নেয় বুকের গভীরে নীল রঙ্গা ঘরটিতে । যা কাদায় আজীবন , ভিজায় চোখকে ,ঝড় তোলে বুকের গভীরে । । যদি চলে যেতে হবে তবে প্রকৃতি তুমি কেন মায়ায় বাঁধাও ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।