আমাদের কথা খুঁজে নিন

   

গুগলবুকের তন নামায়া লন আমনের যত দরকারী বই ত্তাতাড়ি

নিপীড়িত মানুষ এবং মানবতার পক্ষে এক উইক(দুর্বল)উইকি "অপটিমাস প্রাইম" । প্রথমে একটা ডাউনলোডার লাগবো। নামায় লন ইয়ান তন। তারপর সেটাপ করার পর চইল্যা যান গুগলবুকস্ এ। পছন্দের বই এর নাম লিখে সার্চ লাগান।

পেজ লোড হইলে পর বই পরতো দিব। ডাউনলোড করতো চাইলে ডানপাশে লিঙ্ক এ ক্লিকান (স্টেপ ১)। তারপর উপরের লিঙ্ক কপি মারেন (স্টেপ ২)। ডাউনলোডার অপেন করে লিঙ্ক পেস্টান। তারপর ফরমেট, আর রেজুলিসন ঠিক করে নামায়ালান।

ডাউনলোডারই আপনের চুজ করা ফরমেটে কনভার্ট কইরা দিব। না বুঝলে ডাউনলোডার যেনতন নামাইছেন হেয়ানে দেহেন ছবি দিয়া বুঝাইয়া দিছে। আরো দু্ই ভাবে নামান যায় তবে আমি পারি নাই। ব্লগার অনিকেত প্রান্তর আর অংকন কুরী এর পুষ্ট আছে পইড়া দেকতারেন। আমি নামাইলাম একটা মাত্তর ৩ মিনিট লাগছে (১১০মেগা ফাইল )।

** অপারেটিং সিসটেম যদি পাইরেটেড ধরা খায় তাইলে কাম নাও করবার পারে। **কারো কাছে যদি মনে লয় এইটা আগে কুতাও দেখছে তবে লিঙ্কু দিয়া দিবেন লাগাইয়া দিমু। তয় আমি আর পাই নাই। (ছবি আর লিঙ্কু দিয়া পুষ্ট দেয়াতো ম্যালা হ্যাপা। নাট-বল্টু পেরায় হালকা হইয়া গেছে।

)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.