www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" দেখতে দেখতে সামুতে শততম পোষ্টটি দিয়েই ফেললাম
সামুর পাঠক হিসেবে আছি তিন বছরেরও বেশী সময় ধরে আর দীর্ঘ দেড় বছর বয়সী এ নিকটির সাথে জড়িয়ে আছে ভালোলাগ,উচ্ছাস,আবেগ,অভিমান...
এখানে এসে অনেক কিছু জেনেছি,শিখাছি যা জানি সেটিও জানাতে চেয়েছি....
যাকগে...কাজের কথায় আসি
ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন। যতটা সুবিধা আপনি এই ফায়ারফক্স থেকে পেয়ে থাকেন ততটা অসুবিধাও আছে জানেন কি? বিদ্যুৎ চলে গিয়ে পুনরায় এলে সর্বশেষ সেশন রিস্টোর করার সুবিধা দেয় মজিলা ফায়ারফক্স। এতে আপনার সর্বশেষ ব্রাউজ করা সাইটগুলো ওপেন থাকে। মজিলা ফায়ারফক্সের এই সিস্টেমটির নাম হচ্ছে ক্র্যাশ রিকোভারি। যেহেতু বিদ্যুৎ চলে যাওয়ায় সিস্টেম, পাওয়ার সবই ক্র্যাশ করেছিল, তাই পরবর্তীতে মজিলা রান করালে ক্র্যাশ রিকভার করার জন্যই এই সার্ভিসটি যুক্ত করা হয়।
আপনি চাইলেই এই ক্র্যাশ রিকভারি বন্ধ করে দিতে পারেন। এ জন্য আপনাকে যা করতে হবে : প্রথমে মজিলার অ্যাড্রেস বারে লিখুন about:config এবং এন্টার চাপুন। একটি বার্তা আসবে, সেখানে I'll be careful, I promise বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন ট্যাববারের নিচে ফিল্টার নামে আরেকটি বক্স আসবে। আপনার কাজ হবে সেখানে সতর্কতার সঙ্গে নিচের লাইনটি লেখা।
browser.sessionstore.resume-from -crash
তারপর সেই লাইনটি প্রদর্শিত হবে নিচে। লক্ষ্য করে দেখুন সেখানে ভ্যালু দেওয়া আছে True। এই ট্রু লেখাটির উপর ডবল ক্লিক করলে এটি False-এ রূপান্তরিত হয়ে যাবে। তারপর ওই ট্যাবটি বন্ধ করুন। সবচেয়ে ভালো হবে প্রতিবার ব্রাউজ করার আগে এভাবে ক্র্যাশ রিকভারি বন্ধ করে নেওয়া।
এতে Unauthorized use থেকে বেঁচে যাবে আপনার জি-মেইল, ইয়াহু, ফেসবুক বা অন্যান্য গুরুত্বপূর্ণ সাইটের একাউন্ট।
মজিলা ফায়ারফক্সের কিছু টিপস:
কিছু বিষয় আছে যা জেনে নিলে মজিলায় আপনার ব্রাউজিং হতে পারে অনেক সহজ ও সাবলীল।
ব্রিউজারে নতুন ট্যাব খুলতে File মেনু হতে New Tab দেয়ার পরিবর্তে Ctrl+T চাপতে পারেন।
মাউস ছাড়াই এক ট্যাব হতে অন্য ট্যাবে যেতে Ctrl+Tab চাপুন। আগের ট্যাবে যেতে Ctrl+Shift+Tab
অনেকগুলো ট্যাব ওপেন করার পর একটি বাদে বাকিগুলো ক্লোজ করতে চাইলে ওই ট্যাবের উপর রাইট বাটন চেপে Close Other Tabs কমান্ড প্রয়োগ করুন।
ভূলক্রমে কোনো ট্যাব ক্লোজ করে ফেললে Ctrl+Shift+T চাপুন।
নতুন ট্যাবে কোনো পেজ ওপেন করতে চাইলে লিংকের ওপর মাউসের ডান বাটন চেপে ধরে Open Link in New Tab কমান্ড দিন।
সময় বাঁচাতে শর্টকাট :
ব্রাউজিং করতে করতে এড্রেসবারে যাওয়ার জন্য Ctrl+L অথবা Alt+D চাপুন।
ওয়েব পেজে কোনো শব্দ বা বাক্য খুঁজতে Ctrl+F চাপুন। অথবা শুধু / (the slash) চাপলেও হবে।
সার্চ করার সময় পরের বাক্য/শব্দটি খুঁজতে F3 চাপুন।
ফিল পেজ ব্রাউজিং করতে F১১ চাপুন।
পেইজ ফন্ট/কনটেন্ট সাইজ বাড়াতে কমাতে Ctrl চেপে ধরে + অথবা - চাপুন। ডিফল্ট সেটিংসে যেতে Ctrl+0 চাপুন।
যদিও এ ব্যাপার গুলো অনেকেই জানবার কথা এখন তবুও না-জানা মানুষের সংখ্যাও নিতান্ত কম নয় ,
যারা জানেন তারা আবার রাগ হইয়েন না কইলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।