মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! এমনিতেও রাস্তায় গাড়ি কম। তো একজায়গায় ২টা টেম্পু ছিলো, যেখানে নরমালি ১০/১২টা থাকে। একটা লোড, আরেকটা লোড হবে সেকেন্ডের মাঝে। আমি লোডেরটায় গিয়ে ঝুলে পড়লাম। ছাড়লে ১ মিনিট লাগবে পৌছাতে, এত কাছে গন্তব্য।
তাছাড়া পিছেরটা আরো পড়ে ছাড়বে।
টেম্পুতে দাড়ানোর পর পান্জাবি পরা এক লোক চিল্লানো শুরু করছে। পরেরটায় আসেন, কমন সেন্স নাই? স্টুপিড।
আমি বল্লাম, "আপনার সমস্যা কি? হেল্পার যদি স্ট্যান্ডিং-এ লোক উঠায়, আপনি আমাকে বলার কে? বলা লাগলে হেল্পারকে বলেন। "
সাথে সাথে ষাড়ের মত চেচাইয়া : "এক থাপ্পর দিবো ধইরা।
রাস্কেল। পিছে ব্যাগ ঝুলাইলেই স্টুডেন্ট হয় না। আমিও পড়াশোনা করছি বিএফ শাহীনে। " আরো কি কি যেনো বলতেছিলো। লোক যাতে জমা না হয় সেজন্য আমি চুপ করে আরেকদিকে তাকায় ছিলাম।
তাছাড়া আম্মা বলছে গায়ের জোরে কথা বলে এমন লোকের সাথে কথা কম বলা ভালো। স্পেশালি যদি তার মাথা গরম থাকে।
টেম্পু থেকে নেমে মনে মনে হাসতেছিলাম। রাগলে মানুষের আসল বংশ পরিচয় বের হয়ে আসে - কথাটা সত্য বটে! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।