আমার বলার সময় আসেনি এখন ও...... যদি কভু হারিয়ে যাই অজানার দেশে আসিব হয়তো ফিরে ঐ তারার বেশে, খোঁজে নিও মোরে তুমি অচেনা কোন সুরে ফুল হয়ে সুভাস দিব স্নিগ্ধ শান্ত ভোরে, রব আমি তব পাশে শীতল বাতাস হয়ে ভালবাসার ছোঁয়া দিয়ে ধীর লয়ে যাব বয়ে, কেদঁনা তুমি কভু আমাকে হারিয়ে তোমার প্রতি রক্ত কণায় আছি যে আমি জড়িয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।