আমাদের কথা খুঁজে নিন

   

সহজে ডাউনলোড করুন যেকোন ভিডিও

আমি শারিফ শাব্বির ঢাকা থেকে। পড়েছি সাংবাদিকতা আইইউবিতে। পড়াশোনা ইংলিশ মিডিয়ামের ও লেভেল-এ লেভেল। ইংলিশ মিডিয়ামের হলেও আমি কিন্তু বাংলা ভালই পারি। অনলাইনে মাল্টিমিডিয়া কন্টেন্ট হিসেবে ভিডিও সবচেয়ে বেশি জনপ্রিয়।

আমরা কম বেশি সবাই অনলাইনে ভিডিও দেখতে পছন্দ করি। সেই ভিডিওগুলোকে যদি পিসিতে ডাউনলোড করে স্টোর করে রাখা যায়, তা হবে আরো ভাল। বহুল ব্যবহৃত ভিডিও ওয়েবসাইট যেমন ইউটিউব,মেগাভিডিও,মেটাক্যাফে,ডেইলিমোশন সহ অন্যান্য সাইটের ভিডিও ডাউনলোড করতে হয় আপনাকে ৩য় পক্ষের সেবা নিতে হবে যার জন্য জাভার প্রয়োজন পড়বে অথবা বাড়তি কোন সফটওয়্যাভ পিসিতে ইন্সটল করে নিতে হবে। এখন আপনার পিসিতে যদি জাভা না থাকে এবং আপনি যদি অন্য কোন সফটওয়্যার না ব্যবহার করতে চান, তখন অনলাইন থেকে যেকোন ভিডিও ডাইউনলোড করতে একটি ছোট্ট ব্রাউজার এ্যাড অন ট্রাই করে দেখতে পারেন। এর নাম “এ্যান্ট ভিডিও ডাউনলোডার”।

এর বৈশিষ্ট্য হচ্ছেঃ - এটি আকারে খুবই ছোট এবং সহজে আপনার ওয়েব ব্রাউজারে ইন্সটল করা যায় - ফায়ারফক্স এবং এটি ব্যবহার করা যায় - এটি ব্রাউজারে ইন্সটল হবার পর এড্রেস বারের পাশে সবুজ রঙের গোলাকৃতির অপশন যুক্ত হবে যা আপনার ব্রাউজারকে ধীর গতির করবে না - এবার অনলাইনে যেখানে ভিডিও কন্টেন্ট দেখবেন তাতে ক্লিক করে ভিডিওটি চালু করুন। দেখবেন সবুজ অপশনটি ফ্ল্যাশ করছে। তাতে ক্লিক করলেই আপনার ভিডিও এফএলভি ফরম্যাটে ডাউনলোড শুরু হয়ে যাবে। অনলাইনে যেকোন ভিডিও চালু অবস্থায় এটি তার লিংক ধরতে সক্ষম এবং তা ডাউনলোড করার সুযোগ করে দেবে আপনাকে। - ফায়ারফক্স ও ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনের সাথে এই এ্যাড অন বেশ ভাল মানিয়ে যায়।

নেই জাভার কোনো প্রয়োজন বা বাড়তি কোন সফটওয়্যারের ঝামেলা। এখন সহজেই অনলাইনে যেকোন ভিডিও চালু করে তা ডাউনলোড করে নিতে পারবেন সহজেই। তবে একটি কথা মনে রাখবেন, এই এ্যাড অন শুধুমাত্র স্ট্রিম করা (যেগুলোতে বাফারিং হয়) ভিডিও ডাউনলোড করতে সক্ষম। কোন রেকর্ড করা, দেশভিত্তিক লক করা ভিডিও কন্টেন্ট বা পূর্ব ধারণকৃত ভিডিও যেটি চালাতে বাফারিং এর দরকার হয় না, সেসব ভিডিও এই এ্যাড অন দিয়ে ডাউনলোড করা যাবে না। যেমন বিবিসি বা ইয়াহুর কোন ভিডিও আপনি অনলাইনে প্লে করলেও এই এ্যাড অন তা ডিটেক্ট করবে না।

তবে প্রতিদিনকার ব্যবহার করা ভিডিও সাইট যেমন ইউটিউব, মেটাক্যাফে, ভিডিওবিবি, ডেইলিমোশন, টুইটভিড, স্টেজভিইউ, মেগাভিডিও – এগুলো থেকে অনায়াসে কোন ঝামেলা ছাড়াই আপনি এটি দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন, এমনকি ফেইসবুকের ভিডিও এটি দিয়ে ডাউনলোড করা সম্ভব। এত সুবিধাজনক এই এ্যাড অন যুক্ত করে নিন আপনার ব্রাউজারে আর শুরু করে দিন সহজে যেকোন ভিডিও ডাউনলোড। এ্যাড অনটি পাবেন এই লিংকেঃ http://www.ant.com/video-downloader আশা করি এই এ্যাড অনটি সবার কাজে লাগবে। ধন্যবাদ এই ব্লগ পোস্ট পড়ার জন্য। শারিফ শাব্বির ইমেইলঃ ফেইসবুকঃ http://facebook.com/sharif.shabbir টুইটারঃ http://twitter.com/updatesweekly গুগল প্লাসঃ http://profiles.google.com/sharifshabbir ইউটিউবঃ http://youtube.com/oyeshorjo স্কিবডঃ http://scribd.com/oyeshorjo ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.