আমাদের কথা খুঁজে নিন

   

বিহ্নলার খেলনা.....

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. একটা ছোট্ট আলমারি, রং তুলিতে সাজানো দুটো সাদা চক চকে কাঁচ, হয়ত একটু নিলাভ হাতলের কাছটায় পুরোন বিহ্নলার সময়ের দাগ হাঠু মুরে দাঁড়িয়ে কতকটা বছর অজানা এলো মেলো। দেহ তার পল্লবিত হয়তো কোন নিশ্চল এক পেয়ের; সেও বা কখন প্রতিক্ষায় ছিল কয়েক শতাব্দী আলো আধারির উদ্যাম প্রকৃতির খেলায়, একা একেলা; কত প্রহরের বুনো স্মৃতির পোশাক পড়া আলমারিটা.......... একজন বৃদ্ধের পথে যাত্রি আধা পাকা চুল একজন মা স্নেহজল আঁচল ঘেরা আদর শব্দের কিনারায় বসে আছে শ্রাবন বৈশাখ স্মৃতি ঘেরা ঘরে ছোট্ট একটি ড্রয়িং রুমে আলমারিটা হাঠু গেড়ে দাঁড়িয়ে নতজানু কত প্রহরের উত্তাল ঢেউ কৈশর যৌবন সংগ্রাম ; একা একা তন্দ্রা হাওয়ায় বয়ে বেড়ায় মস্তিস্কের কোনের ঘরে, ঘরটার ড্রয়িং রুমে..... খেলনায় গুলো একাকি নিথর বসে আছে ছোট্ট ঘরে প্রবাহমান কালের মাঝে ঘুরে ফেরে খোঁজে, সাজায়, হারায় যুবকের শৈশব............... অতপর হয়তো আলমারিটার সাথে যুবকের আর দেখা হয়না...... পন্ডারসেন .এনফিল্ড .লন্ডন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.