আমাদের কথা খুঁজে নিন

   

আংশিক ন্যায়বিচার হয়েছে: রাষ্ট্রপক্ষ

এই রায়ের কপি হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
সোমবার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার পর প্রসিকিউশনের সমন্বয়ক এম কে রহমান বলেন, গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
“পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। ”
রায়ে সন্তষ্ট নন জানিয়ে এই আইনজীবী বলেন, “উই আর নট হ্যাপি।

ট্রাইব্যুনাল বলেছে- তার সর্বোচ্চ শাস্তি হওয়াটাই শ্রেয়। কিন্তু বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পূর্নাঙ্গ কপি হাতে পাওয়ার পরেই এ বিষয়ে আপিলের বিষয়ে করনীয় নির্ধারণ করব। ”
চল্লিশ বছর অপেক্ষার পর ‘আংশিক ন্যায়বিচার’ পেয়েছেন বলেও জানান সমন্বয়কারী।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল রাজাকারের সর্বোচ্চ নেতার সর্বোচ্চ শাস্তি হবে।

এ বিষয়ে বিচারকরাও একমত যে, তার সর্বোচ্চ শাস্তিই হওয়া উচিৎ।   এরপরও সর্বোচ্চ শাস্তি না দেয়ায় দেশবাসীর অনুভূতির সাথে একমত হয়ে আমরা বলছি, আমরা এ মামলায় আপিল করব। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।