আমাদের কথা খুঁজে নিন

   

আংশিক ঔজ্জ্বল্য

আমি একটা পাগল

ভুলে যাওয়া স্বভাব, আংশিক ঔজ্জ্বল্য! ছেরেছি কাজ তবে পেতে সাফল্য! অধিকতর ভালো করা ছিল লক্ষ্য, কোনো কিছুতে নেই পরিপূর্ণ দক্ষ! এত দীর্ঘতর, কত ত্রুটি পূর্ণ, গুরু ব্যতীত, আগোছালো এর জন! একদিনে দিতে হয়েছে পরীক্ষা দু'টা, ঘুম আর চিন্তা, খেয়ালখুশি ছুটা। আগ্রহ যতটুকু তত না মনোযোগ, স্বশিক্ষার্থী, বিদ্যামান আত্মায় অভাব রোগ! আমায় দেখে প্রত্যাশা করেছেন হয়ত,- পারিনি; কিন্তু উন্নতি হয়েছে নিশ্চিত। কী করবো পাচ্ছি না ভেবে, ইচ্ছেত চলি একাগ্রচিত্তে, ভবিষ্যতে হবে। আমি পারি না চেয়ে নিতে, কীভাবে চাইবো অল্প ফলাফল জিতে। চেষ্টা করতে পারছি না নিশ্চিন্তে, সুপ্ত তাই অবহেলায়, ঘুরি একান্তে! যদি বুঝত স্বজন হতোনা এমন, সঠিক অভিপ্রায়ে করে না সমর্থন। যখন আশ্রয় নিয়েছি, যত কৌশলে, হয়নি ঠিক, খারাপ হয়েছে ফলে। অনিচ্ছুক বিষয়ে সাড়া পাই সহজে, মন টিকে না, পালানো শেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।