রেখা অভিনীত ১৯৮০ সলের হিট সিনেমা খুবসুরাতের রিমেকের অভিনেত্রী সোনাম কাপুর জানালেন, বর্তমানের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে সিনেমাটি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম বলেন, “সত্যি বলতে কি, নতুন এই ‘খুবসুরাত’-এর চিত্রনাট্যটি খুবই আধুনিক। এখানে এমন কিছুই খুঁজে পাওয়া যাবে না, যা হৃষিকেশ মুখার্জির খুবসুরাতকে মনে করিয়ে দেবে। ”
সোনাম আরও বলেন, “আমরা সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছি এবং সেখান থেকে কেবল কেন্দ্রীয় চরিত্রটিকেই বেছে নিয়েছি নতুনভাবে তুলে ধরার জন্য।
পুরনো সিনেমাটির সঙ্গে এটির তাই কোনো মিলই নেই। কেবল নারী চরিত্রের সৌন্দর্য এবং বৈশিষ্ট্যগুলোই আগের মতো রাখা হয়েছে এতে। মেয়েটি আসে এবং সবার জীবন পাল্টে দেয়-- এটিই নতুন এই খুবসুরাতের মূল বক্তব্য। ”
১৯৮০-এর খুবসুরাতের রেখা অভিনীত চরিত্রটি ছিল এক হাসিখুশি মেয়ের; যার আগমনে একে একে পাল্টে যেতে থাকে অনেকের জীবন। রেখার পাশাপাশি সিনেমাতে আরও অভিনয় করেছিলেন অশোককুমার, দিনা পাঠক এবং রাকেশ রোশান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।