মেঘ ভীষণ মেঘ । সারা আকাশে মেঘের এতই বিস্তার যে, রদ্দুর নাই। আমি রদ্দুর হতে চাই; মেঘ কেটে ঝলমলে হাসতে চাই, হাসাতে চাই। আমি চাই আমার পরশে জেগে উঠবে পৃথিবী; আত্মম্ভরীতা নয়, এ আমার ভালবাসা। আমি চাই আমার মিষ্টি রদ্দুরে ঝিরিঝিরি বাতাস লাল পাখিটার ডানা ছুঁয়ে যাবে, আর পাখিটা শাশ্বত প্রেমের গান গাইবে অবিরাম। সেই গানে কচি সবুজ পাতা থিরিথিরি তাল দেবে, বুনো ঘাসের দল নাচবে। কবিতারা নদীর কলকলে প্রতিধ্বনিত হবে, আর আমি চিকচিক হেসে যাবো তার জলগায়ে। আমি যখন হাসবো রমনীরা খোপা খুলে ছড়িয়ে দেবে জবজবে ভেজা চুল, আমি আপন মনে খেলে যাবো; ভালোবাসায়........................ (অসমাপ্ত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।