আমাদের কথা খুঁজে নিন

   

আকালের কিসসা

কি দেহস অমন কইরা, গতর ? গ্যালো কাত্তিকে না খাইলি ভাতারটারে। আইচ্ছা কমলা ক' দেখি তগো এত্ত খাই খাই ক্যান ? নাকি দুনিয়ার বেবাকগুলান'ই তর লাহান। অই যে গাঙ্গের ঘাটে পানি আনবার যায় ছিনালডা, কি যেন নাম মাগীর, ফুলি ? তয় অর কইলাম চলন-বলন ভালা ঠেকেনা চউক্ষে আমার, চউক্ষের আর কি দোষ, ক'তো কমলা...... যেমুন ডাঙ্গর চউক্ষে বাউলি মারে আর মাঞ্জায় গোত্তা দিয়া হাঁইটা যায় ইস 'সিরে যেন যাত্রাদলের জোলেখা বানু। আবার দেখি আরে ঠারে কি জানি কয় লশকর বাড়ীর নবা'রে, আমগ নবা হইল গিয়া ভ্যাবলা-মার্কা। আসলে দোষটা কইলাম নবা'র'ও না ফুলির'ও না। বেবাক দোষ খালি সাইকেল আর ট্যাঞ্জিস্টার এর। কমলা, ক' দেখি আমারে খাইলো কেডা, আমার পরান নাকি আমার সোয়া হাত জিবলা'টা...।?!?!?! সর্বস্বত্ব সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।