ম্যানইউয়ের কোচ হিসেবে ময়েস অভিষেক মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারবেন বলেও আশা প্রকাশ করেন বেকহ্যাম।
তবে রেড ডেভিলসদের হয়ে ময়েসের যাত্রাটা মোটেও ভালো হয়নি। শনিবার থাইল্যান্ডের সিঙ্গহা অল স্টার্স একাদশের কাছে ১-০ গোলে হেরে গেছে তার দল।
ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের মুল্যবান দশটি বছর খেলা বেকহ্যাম ময়েসের সাফল্য সম্ভবনায় কোনো বাধা দেখছেন না।
এভারটন থেকে আসা ময়েসের অধীনে ম্যানইউয়ের সাফল্যধারা বজায় থাকবে- এমন আশা প্রকাশ করে বেকহ্যাম বলেন, “এবছরের প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা দারুণ উপভোগ্য হবে কারণ এবার এই লিগে অনেক পরিবর্তন হয়েছে।
”
“(চেলসিতে) জোসে মরিনিয়ো ফিরে এসেছেন যা দারুণ ব্যাপার। মাঠে তার উপস্থিতি হবে দেখার মতো। তারপরও আমি মনে করি ইউনাইটেড এই লিগ জিতবে। ”
ময়েসের প্রতি যথেষ্ট আস্থা থাকলেও নতুন এই কোচের জন্য চ্যালেঞ্জটা যে বেশ কঠিন তা অবশ্য মানছেন দলটির সাবেক তারকা।
এ প্রসঙ্গে স্কাই স্পোর্টসকে তিনি আরো বলেন, “স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী হিসেবে যে-ই আসতো না কেন, তার জন্য কাজটা কঠিনই হতো।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ফার্গুসনের অসামান্য অর্জন এটার মুল কারণ। ”
“কিন্তু এটা তো ঠিক যে, এই খেলোয়াড়েরাই (ফার্গুসনের অধীনে) খেলেছে। আমি নিশ্চিত আগামী কয়েক সপ্তাহে আরো কয়েকজন দলে যোগ হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব দারুণ এক চাকরি”, যোগ করেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।