আমাদের কথা খুঁজে নিন

   

আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো

আমাকে তুমি প্রতীক্ষা করতে বোলো আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে, দাঁড়িয়ে থাকতে-থাকতে আমার পায়ে শিকড় গজাবে ... আমার প্রতীক্ষা তবু ফুরোবে না ... আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো আমার চোখের ’পরে আভাস দিয়ে যখনি যাও গো ।। রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি, আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো ।। আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে আপনাকে যে দেয় ধরা সে সকলখানে । কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলোর সাখে, আমার মনের আপন কথা বলে যে তাও গো ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।