আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাপচা এন্ট্রিকাজ করুন ঘরে বসে আয় করুন ।

হ্যালো , কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল আছেন আমি ও ভাল আছি । বেশির ভাগ সময় আমি এই ব্লগ এ ভিসিট করি কিন্তু কোন অ্যাকাউন্ট করিনি আজ ইচ্ছা হল তাই অ্যাকাউন্ট করলাম । আমি আসলে অ্যাকাউন্ট টি করলাম আপনাদের সাথে একটি কাজের কথা শেয়ার করবো বলে । বেশ কিছুদিন ধরে আমি একটি প্রোজেক্ট এ কাজ করছি । একটু কষ্টের কাজ কিন্তু কাজ করলে টাকা মিস যাওয়ার Chance নেই ।

আমার মনে হয় আমরা যারা student ইন্টারনেট ব্যবহার করি তারা তাদের হাত খরচ ইন্টারনেট বিল অথবা মোবাইল খরচ চালানোর জন্য ইন্টারনেট এ কাজ খুজি । কাজ খুজে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতারণার ফাদ এ পরি এতে দেখা যায় আমাদের কষ্ট ও শ্রম উভয়ই ক্ষতিসাধন হয় এবং ইন্টারনেট থেকে আয় করার প্রতি বিরূপ চিন্তাধারার সৃষ্টি হয় । এই কাজটি সহজ ১৫ দিন পরপর টাকা পাওয়া যায় । কোন বাড়তি ঝামেলা নেই যারা ইংলিশ টাইপ করতে পারেন দ্রুত এবং নির্ভুল তাদের জন্য এই কাজটি উত্তম । প্রতিদিনের কাজ ও পড়াশুনা শেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি কাজটি করতে পারবেন ।

আর আমার মতো যারা রাত জাগা পাখি তাদের কাছে তো এই কাজটি কোন ব্যাপারই হবে না আমার ধারনা । আমি তো প্রতিদিন রাত ১২ টা থেকে ৪টা পর্যন্ত কাজ করি । ইচ্ছা করলে সকাল ৭টা পর্যন্ত করা যায় । যাই হোক এতক্ষণ তো আমার কথায়ই বলে যাচ্ছি কাজের কথা তো বলাই হোল না । এই বার কাজের বর্ণনা কাজের নাম ঃ ক্যাপচা এন্ট্রি কোম্পানির নাম ঃ কিউ লিঙ্ক গ্রুপ কাজের সময় ঃ ১২টা থেকে ৭টা ( রাত ) কাজের পরিমাণ ঃ ১০০০ কমপক্ষে আপনি ও যদি আমার সাথে এই কাজটি করতে চান ফ্রীতে তাহলে আমাকে মেইল এ অ্যাড করুন আরও ভাল করে জানতে আমার সাথে চাঁট করতে পারন ।

ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পরার জন্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।