আমাদের কথা খুঁজে নিন

   

বরফগলা নদী

শাফিক আফতাব---------- আরা, একদিন তারাভরারাত, আলোয় প্লাবিত সরাইখানা, আর চৈত্রের ঝড়োবাতাস আর তুমি আমি ; আমাদের প্রথমযৌবন, ভীতি, আতঙ্ক, আর দুরদুর কাঁপা কণ্ঠস্বর। তবু কত পবিত্র ছিলো আমাদের ভাবনা। তোমাকে মনে হতো হেমন্তপ্রকৃতির সজিবতার মতোন, কখনো উদাস বসন্ত আবার কখনো বর্ষার উচ্ছল নদী। তুমি কাছে এলে মনে হতো বাগানে ফুল ফুটেছে, কী এক ঘ্রাণে মনের ঘুঘু ডেকে ডেকে সাড়া হতো । তুমি আসবে বলে কদমতলায় কত অপেক্ষা, হেমন্তের পথের কত দীর্ঘ প্রতীক্ষা।

তোমার মৃত্তিকা ফুলে ভোগা চেলেছে, আমের অঙ্কুর ; দেখতেই কত আনন্দ, কত মোহন অনুভব আর বিহ্বলতা। আর তা ছুঁইতে মনের গহীনে ফুটে থাকতো সূর্যমুখী। একদিন রেললাইনের পাতে বসে সেদিন জীবনের হিসেব টানি। বলি ; জীবন এরকম অন্তহীন এক পথ যার শেষ নেই। তুমি তখন নুয়ে পড়ো ফলভারে, বলো : এই অন্তহীনতায় আমার কাজ নেই, তোমাকে চাই আমি, তুমি দপ করে জ্বলে উঠলে, আর আমি বরফগলা নদী হয়ে গেলাম।

............... ২২.০৩.২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।