আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক ভন্ড কবি

আমি এক ভন্ড কবি, নই আমি কোন রথী মহারথী, সারাদিন করি শব্দের খেলা, মনে যত্তসব রঙ্গমেলা। আমি এক ভন্ড কবি, সারাদিন লিখে যায় সব আজগুবি, অর্থহীন সব শব্দের মেলা, সমাজের হুল ফোটানো সব রঙ্গ রসনা। আমি এক ভন্ড কবি, কেতাদুরস্ত সব কথার ছবি, খেলা করে মোর কবিতার ছন্দে, আমি থাকি সব সুযোগের ধন্দে। আমি এক ভন্ড কবি, সারাদিন ভাবি শুধু নিরবধি, পাঠকেরা সব করে কলরব, একুশের মেলায় হবে মোর নোটের উৎসব। আমি এক ভন্ড কবি, যোগ্যতা নেই মোর একরত্তি, কবিতা লেখার সন্তমন, আমি কোথাকার কোন নারায়ণ। আমি এক ভন্ড কবি, মনে আছে মোর কল্প ছবি, হব কোন নারায়ণের সভাকবি সুবিধাবাদী সব্যসাচী... .. .। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।