একজন এক্সিকিউটিভ সেক্রেটারী খুঁজছি!!!
যোগ্যতা:
১। ইংরেজী তে তুখড় - বলা ও লিখায়। ইংরেজী ও বাংলা টাইপিং এ ভালো হতে হবে।
২। অন্তত ৪ বছরের অভিগ্গতা বড় কোনো কোম্পানীর এক্সিকিউটিভ সেক্রেটারী হিসেবে।
৩। বিবিএ/ এ লেভেল। সেক্রেটারিয়াল কোর্স করাদের অগ্রাধীকার।
৪। ছেলে বা মেয়ে।
৫। প্রেজেন্টেবল হতে হবে। অফিস এটিকেট জানতে হবে।
৬। ফাইলিং করা, ডকুমেন্ট বা চিঠি ড্রাফট করাতে অনেক পারদর্শী।
৬। অফিস গুলশান ১ এ।
৭। বেতন আলোচনা যোগ্য তবে ২০,০০০ এর কম নয়।
৪ দিনের মধ্যে ইমেইল করুন সিভি (ছবি সহ) দুপাতার বেশী নয়:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।