গুগল মেইলে অযাচিত মেইল বা অনাকাংখিত একশ্রেণীর মেইলগুলো (একই এড্রস থেকে আসা) আসা কি বন্ধ করা যায়?উদাহরন স্বরূপ: ফেসবুক তেকে প্রতিদিন কমকরেও বিশ-ত্রিশটি মেইল আসে। কেও কারো ছবিতে কমেন্ট করলে বা ওয়ালে কিছু লিখলে সেটা মেইলেও জানানো হয়। এর ভীড়ে গুরুত্তবপূর্ণ মেইল কুজে পাওয়া বিরক্তিকর হয়ে দাড়ায়।
এমন কোনো উপায় আছে কি যে এই জাতীয় মেইল গুলো বা এড্রসগুলোকে মার্ক করে ক্লাসিফায়েড করে দেয়া, বাগ কিংবা স্পাম হিসেবে মার্ক করা যাতে ভবিষতে অন্তত: স্পাম হিসেব কাউন্ট করে বাল্ক ফোল্ডারে অটোমেটিক্যালি চলে যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।