আমাদের কথা খুঁজে নিন

   

আমরাইতো আমাদের বুঝতে পারি না...হরতাল সমর্থন করবো কি করবো না?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আমরাইতো আমাদের বুঝতে পারি না.....কখন কি করতে হবে... প্রতিদিন পত্রিকা,মিডিয়া বা টিভি খুললেই দেখি বর্তমানে দেশের মানুষের বিভিন্ন বিষয় মনে কষ্ট ও তীব্র ক্ষোভ আছে এবং সাধারণ মানুষ অকপটে এই সরকারকে সরাসরি দায়ী করে যেমনঃ ১। বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি। ২। শেয়ার বাজারে ধ্বস। ৩।

অতিরিক্ত বাস বা যাতায়াত ভাড়া বৃদ্ধি। ৪। মহাসড়কের বেহাল দশা। ৫। দলীয় ক্যাডারদের অত্যাচার,চাঁদাবাজি।

৬। নিরীহ মানুষ উপর পুলিশের নির্যাতন। ৭। আবাল মন্ত্রীদের বেফাঁস কথায়। ৮।

অর্থনীতির বেহাল দশা। ৯। মুদ্রাস্ফীতি বেহাল দশা। ১০। বিদ্যুৎ, গ্যাস, পানি সমস্যা।

১১। আইন শৃংখলার পরিস্থির অধঃপতন। ১২। শিক্ষকদের উপর দলীয় অত্যাচার। ১৩।

দলীয় বিবেচনায় পুলিশ নিয়োগ। ১৪। ইউনি পে টু ইউ চোখের সামনে টাকা নিয়ে হাওয়া। ১৫। ইত্যাদি.........ইত্যাদি নানান সমস্যা.. আমরা কেউ বলছি অনেক কষ্টে আছি,জীবন চলে না আবার বলছি হরতাল চাই না আবার বলছি হরতাল হল গনতান্ত্রিক অধিকার যা হলে হতে হবে শান্তিপূণ, কিন্তু কিভাবে? কিংবা আমরা করবটা কি? এই সরকার কি শান্তিপূর্ণ কর্মে বিশ্বাস করে? আমিতো দেখি সরকার নিজের যখন যেমন খুশি সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপর যে কারণে মানুষের কষ্ট দিন দিন বাড়ছে।

একটা সিদ্ধান্তও দেখলাম না কোনো রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ, ব্যবসায়ী, পত্রিকার সম্পাদক কিংবা আপামর জনসাধারণের সাথে কথা বলে নিয়েছে। সরকার ভাড়া বিদ্যুত কেন্দ্রের নামে সরকার দলীয় কিছু লোকের সুবিধা করে দেয়ার জন্য যে বিদুৎ কেন্দ্র বসানো হচ্ছে তা থেকে সরকার ১১টাকার বেশি দরে বিদুৎ কিনবে আর এই টাকা কি সরকার দেশের সাধারন জনগন তথা আমাদের থেকে আদায় করবে না!বিশ্ব বাজারে যখন তেলের দাম কমলো সরকার কেন তেলের দাম বাড়িয়ে দিলো?তেলের পাশাপাশি গ্যাসের দামও বাড়িয়েছে সরকার! গ্যাসতো আমাদের দেশের সম্পদ তাহলে গ্যাসের দাম কেন বাড়ানো হলো? আমরাইতো আমাদের বুঝতে পারি না......... মুখে বলি অনেক কষ্টে আছি কিন্তু প্রতিবাদের বেলায় পিছিয়ে যাই। হরতাল দিলে গাড়ী বের করি, বুঝাতে চাই আমি হরতাল চাই না আরে ভাই হরতাল কেউ চায় না এখন কিন্তু যেখানে সকলেই কষ্টে আছি সেখানে ভিন্ন কথা আর হরতাল সমর্থন করলেই আমরা বিএনপি পন্থি হয়ে যাব এমনটি নয় যেখানে এগুলি এখন জাতীয় সমস্যায় রুপ নিচ্ছে। আরেকটি বিষয় হরতাল আমাদের সাময়িক সমস্যায় ফেলে ঠিকই কিন্তু উপরোক্ত বিষয় গুলি কি আমাদের প্রতিদিন কষ্টে ও সমস্যায় ফেলছে না? তাই দেশের এবং দেশের জনগনের প্রয়োজনে সরকারের এইসব হঠকারী সিদ্ধান্তে আমাদের শক্তিশালি বিরোধী দল প্রয়োজন এবং হরতালে ও প্রতিবাদের আমাদের নিরপেক্ষ সর্মথন জানাই। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।