আমার চোখের অবস্থা খুব খারাপ। চশমা ছাড়া অন্ধ। প্রথমে ভেবেছিলাম ল্যাসিক / পিআরকে সার্জারী করাবো না কিন্তু এখন চোখের অবস্থা এত খারাপ যে নিজের চেহারা বেসিনের আয়নায় দেখি না। গোসল করতে গেলে শাম্পু কোথায়, সাবান কোথায় সেটাও ঠিকমতো দেখতে পাই না। এই ভাবে কিভাবে বাঁচি? তাই একটু রিস্ক নিয়ে হলেও করে ফেলবো ভাবছি। পরে কি হবে না হবে সেটা পরে দেখবো। ডাক্তার আমাকে বলেছে আমি করতে পারবো কিন্তু আমি ডিসাইড করতে পারছি না ওএসবি থেকে করাবো (মিরপুর) নাকি ল্যাসিক সাইট সেন্টার (গুলশান) থেকে করাবো। কোনটা ভালো? কেউ কি মিরপুরে ওএসবি থেকে ডাঃ রোক্সানা রিয়াজের কাছ থেকে ল্যাসিক করিয়েছেন বা আপনার কোনো আত্মীয় করেছে? ওএসবি কেমন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।