আমাদের কথা খুঁজে নিন

   

গোআজমের ৯০ বছর আর আওয়ামীলীগের মৃত্যুদন্ড মানতে পারছিনা যে কারণে

পাহাড় ও প্রকৃতি আমায় ডাকে। প্রথমত, দেলোয়ার হোসাইন সাঈদীর বিচারের সময় মাননীয় আদালতের ভাষ্য ছিল- আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিচার হচ্ছেনা, বিচার হচ্ছে ৭১ এর যুবক দেলু কবিরাজের; কিন্তু গোআজমের বেলায় কেন বৃদ্ধ ৯১ বছর বয়সী গোআজমের বিচার হলো? দ্বিতীয়ত, আদালত অন্ধ, তাহলে আদালত কেন বৃদ্ধ গোআজমকে পরিস্কার চোখে দেখলো? তৃতীয়ত, আইন সবার জন্য সমান, তাহলে গোআজমের বেলায় আইন কেন তার পক্ষ নিল, যেখানে বলা ছিল তিনি মৃত্যুদন্ড পাওয়ার যোগ্য, কিন্তু তাকে বয়স বিবেচনায় মৃত্যুদন্ড দেওয়া হলোনা। চতুর্থত, আইনে কি করুনার সুযোগ আছে? আইনকি কাউকে করুন দেখাতে পারে? আইন যেহেতু আইন এবং সবার জন্য সমান এবং অন্ধ এবং আইন কোন ব্যক্তিবিশেষ বা আবেগের বিষয় নয় তাই আইন কাউকে করুনা দেখাতে পারেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।