ভারতীয় মৎসজীবী হত্যার অভিযোগে অভিযুক্ত দুই ইতালিয় নৌসেনাকে ফেরত না দেওয়ার জের ধরে নয়াদিল্লি ত্যাগে ইতালিয় রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতের সুপ্রিম কোর্ট অনেক জল্পনা-কল্পনার পর ভারতীয় মৎসজীবী হত্যার অভিযোগে অভিযুক্ত দুই ইতালিয়ান নৌসেনা ভারতে ফিরেছেন তবে কেন আমাদের পাখির মত গুলি করে হত্যা করা হয়, আমরা কি মানুষ হিসেবে গন্য নই??? দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, জনস্বার্থে জনতা পার্টির (পিপি) প্রধান সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা একটি মামলার (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) ভিত্তিতে এই নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, নৌসেনাদের ফেরত দেওয়ার ব্যাপারে দু’দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ইতালির রাষ্ট্রদূত ড্যানিয়েল ম্যানচিনিকে দিল্লি ত্যাগে নিষেধাজ্ঞার কথা জানিয়ে নোটিশ পাঠালেন আদালত। নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত দুই নৌসেনা ম্যাসিমিলিয়ন লাতোর এবং স্যালভাতোর গিরোনিকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ইতালি সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়ার আগ পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না ম্যানচিনি। নোটিশে আরও বলা হয়েছে দুই নৌসেনাকে ভারতে প্রত্যর্পণ করে মুচলেকা দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।