আমাদের কথা খুঁজে নিন

   

এই বেটা একটা ক্লিকবাজ.......

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... এই বেটা একটা ক্লিকবাজ.......সব কথা ফুঁসুর ফুঁসুর কইরা লাগাইছে। ঢাকার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। সম্প্রতি বাংলাদেশ কে নিয়া উইকিলিকস যেসব তারবার্তা ফাঁস হয়েছে তা উনি সব কথা ফুসুর ফুসুর কইরা ওয়াশিংটনে লাগাইছে। তাই এই বেটা একটা ক্লিকবাজ। তোমার কি আর কাম ছিল না? সব কথা ডাইরেক্ট লাগাইছো ওয়াশিংটনে, কূটানামিতে তুমি মহিলাদেরকেও ফেল মারাইছো।

পত্রিকাতে খালি তোমার কূটানামিই পড়তাছি কিন্তু বাংলাদেশকে নিয়া কোনো ভালো উপদেশ বাণীতো দেখলাম না। তুমিতো ধোঁয়া তুলসি পাতা, তোমারে নিয়া লেখার দুঃসাহস কি আমাদের দেশের কোনো পত্রিকার বা লেখকদের আছে? তোমার দেশতো সন্ত্রাসবাদের নামে মুসলিম দেশ গুলিতে যুদ্ধ বাঁধায় রাখছো তার তোমাদের সহচর হইলো ইহুদি ইসরাইল। আমারতো এটা মনে হয় তোমাদের কূটকৌশল ও কূটনৈতিক চালে আমাদের দেশে আজ নানান সমস্যা সমাধান করতে পারতাছি না এবং তার অন্যতম সমস্যা আমাদের দুই নেত্রীকে একসাথে মিলতে না দেওয়া ও একসাথে মিলে দেশ গড়তে না দেওয়া। কিন্তু আমরা অবুঝ বাংগালী সেটা বুঝেও স্বার্থের কারনে বুঝতে চাইনা। পরিশেষে মন থেইক্কা তোমার ও তোমার দেশের প্রতি ঘৃণা জানাইলাম।

ধন্যবাদ সবাইকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।