ভুলে যাওয়া স্বপ্নগুলোকে মাঝে মাঝে স্বপ্ন মনে হয় মুক্তিযুদ্ধ বিরোধী প্রধান পালের গোদার রায়ের পর সামুতে তোলপার শুরু হলেও নিজে মন্তব্য করা থেকে বিরত ছিলাম। আসলে কি মন্তব্য করবো তা বুঝতে পারছি না। কিন্তু এর মধে্য সামুতে কিছু অতি উচ্চমানের (!) ব্লগারদের দেখা যাচ্ছে নানা অতি গুরুত্বপূর্ন (!) বিষয় নিয়ে একের পর এক পোস্ট প্রসব করে এই গুরুত্বপূর্ন বিষয়টি ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। কাউকে দেখা যাচ্ছে ড: ইউনুস লবিস্ট নিয়োগ করে জাতির সাথে কিভাবে বেঈমানী করেছে তা শুধু লেখেই ক্ষান্ত হচ্ছে না, সেই পোস্টটি রিপোস্ট করেই যাচ্ছে। মুক্তিযোদ্ধের একমাত্র পেটেন্ট যে দলের, সেই পক্ষের একজন অতিমাত্রার সমর্থক তার দলের নানা উন্নয়ন নিয়ে একের পর এক পোস্ট প্রসব করেই যাচ্ছে।
তার উন্নয়নের ফিরিস্ত পরে বুঝতে পারছি, বছর খানিকের ভিতর ইউরোপ-আমেরিকার জনগন আমাদের দেশে আসার জন্য ভিসার জন্য লাইন ধরবে। দেশটি যে উন্নয়নে ভেসে যাচ্ছে তা জানতে ভাল লাগলেও এক দিনেই আট-দশটি পোস্ট প্রসব করা কোন সুস্থ মানসিকতার লক্ষন নয়। রায় ঘোষনার পর কাট পেস্ট পোস্ট দিয়ে সামু ভরে গেছে। স্বাধীনতা বিরোধীরা ইসু্য থেকে চোখ সরাতে এই পোস্ট দিবে তা অতি স্বাভাবিক। কিন্তু মুক্তিযোদ্ধের একমাত্র স্বত্বাধিকার (!) যে দলের হাতে তার সমর্থকরা কেন ইসু্য থেকে চোখ সরানোর জন্য এই ধরনের পোস্টগুলো দিবে তা বোধগম্য নয়।
নাকি বাজারে যে গুজব চলছে তাই সতি্য। ডালমে আসলেই কুচ কালা হ্যা।
পরিশেষে দেখা যাচ্ছে, সামুর মডুরা বরাবরের মতোই জেগে ঘুমিয়ে আছে। নাকি রাজনীতিবীদদের মতো তারাও আমাদের বোকা মনে করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।