আমাদের কথা খুঁজে নিন

   

কালকে যারা মিস করেছে শুধুমাত্র তাদের জন্য: ফাইল-ফোল্ডার ডিলিট হচ্ছেনা! সংগ্রহে রাখুন মাত্র ২১৫ কে.বি.'র দূর্দান্ত সফ্টওয়্যার

আমি তোমারো বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরস মাস অনেক সময় হার্ড ড্রাইভ, মেমোরি, পেনড্রাইভ, রিসাইকেল বিনে কিছু ফাইল থাকে যেগুলোকে কোনভাবেই ডিলিট করা যায়না! এতে কম্পিউটারের অনেক সময় সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় temp, %temp%, prefetch ফাইলগুলোও ডিলিট হতে চায়না। যা সত্যিই বিরক্তিকর। সমস্যা নেই, মাত্র ২১৫ কি.বা. সফ্টও্যারটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ইনষ্টল করলেই ঝামেলা শেষ। নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারটি ডিলিট করুন, যদি ডিলিট না হয় তাহলে আপনা আপনিই প্রোগ্রামটি চালু হয়ে যাবে। সেখান থেকে ডিলিট অপসন সিলেক্ট করে আনলক্ড-এ ক্লিক করুন। Click This Link ধন্যবাদ ভালো লাগলে মন্তব্য করবেন প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।