আমাদের কথা খুঁজে নিন

   

Greasy Fact- স্বীয়উল্লঙ্গপনা ন'অমঙ্গল

এই ব্লগে প্রকাশিত সবকিছু লেখকের ব্যাক্তিগত মতামতের বহিঃপ্রকাশ। ফ্যাক্ট, আমার পরিপূর্ণ আস্থার জায়গা আমাতে। অন্যের আগ্রহ প্রত্যাশার কাছে হয়তো আমার বিশ্বাসের আস্থা অপ্রতুল। ছায়া মাড়িয়ে এগোনো যখন অসম্ভব তখন সেখানে নিজের ছায়ার সীমানা নির্ণয়ের সম্ভাববতা। নঅসীম সর্বজ্ঞমন।

আমরা যখন নিজের আয়নায় নিজের প্রতিরূপ দেখতে পাইনা তখন ক্রোধ, লোভ, হিংসা, করুণারা আমাদের ভিতর এসে বিভিন্ন অগোছালো আঁকিবুকি করতে থাকে। নিজের সুক্ষচিন্তা করার ব্যস্ত অক্ষমতা কে প্রাধান্য দিয়ে বসি। আমি হয়তো একটু অন্যভাবে দেখলেই হত, এটা ভাবতে নারাজ। আমার সাথে আরেকজনের আরেকটা ভাবনা কখনোই মিলবে না এটা খুবই সম্ভব, এটাও অসম্ভব। সকলের সুক্ষ-লক্ষে বিরাট গরমিল তখন বৃহৎে অনেক সাধারণ মিল, নাহ কিভাবে সম্ভব? একটা ঘটনায় একই সাথে ন্যায়-অন্যায় সমানভাবে আসে অন্যস্ত বিন্যাসে তাও দূর ভাবি।

বৃহৎে আরো কত কি। আসলেই আমদের ভুলই হয়তো আমাদের আমার কাছে পিছিয়ে রেখেছে। এটাকেই আমি আমার দুর্বলতা ভাবি। আমার কাছে মনে হয় আমাদের সবারই উচিত আমদের নিজের প্রতি একটা একটা স্বচ্ছ ধারণা পোষণ করা। আরেকজন আমায় কিভাবে দেখছে, তার প্রতি তাড়িত করছে কিভাবে ইত্যাদি।

আপনার প্রতি যদি আমার, আপনার বৃহৎ স্বার্থের সমরূপ দৃষ্টিভঙ্গি না থাকে তবে ধরে নেবেন আপনার সাথেও আমার নির্বাসন। সময়ের একফোঁড় অসময়ের দশফোঁড়। আমাদের সবার ব্যক্তিগত একান্ত অনেক সমস্যা থাকে যার প্রভাব আমাদের ব্যক্তিগত নয় এমন সব কাজেও পড়ে, আসলে পড়তে বাধ্য। আসলেই আমি খুব করে মনেপ্রাণে বিশ্বাস করি এত দ্বন্দ্বমুখে বেঁচে থাকা অসম্ভব। আমার এপাশ ওপাশ দুপাশই ক্ষতিগ্রস্ত।

অথবা আমার ক্ষতি'র দায় অন্য কেউ কখনই নেয়নি। সম্পদের সম্ভবরূপ অপব্যবহার অন্যের সাথে আমার দূরত্ব, সেটার পার্থক্য করে আমি ভাবি আপনি অমন, অমনভাবে আমায় দেখছেন, আপনার নিজেকে আমার সামনে এমনভাবে না আনলেও পারতেন। কোথাও কোথাও করুণা সেখানে ভয়ভীতি ঘৃণা থেকে আসে। কারো কারো সাথে আমাদের introducingগুলো অনেক বেদায় বিব্রতকর। আপনার সাথে যদি আমার পরিচয়ই ভালোকরে না হয় তো অন্যকে treat করবেন কিভাবে।

মশায় অন্যের কাছে নিজেকে সর্বোচ্চ সম্ভবভাবে খুলতেই পারাটা আসল ভাবছি। আমাকে অন্ধ বুঝতে পেরেই তবে পথ দেখাতে যাবেন নিশ্চয়। আমরা সকল অভিনয়ে অভ্যস্ত, দেখতে নয়। সে অনঅভ্যস্ততায় আসে অন্যে অরুচি। আসলে দেখা যায় ভালো কিছু করতে শুরু করা অনেক সহজ তা বয়ে নেয়ার চেয়ে।

অঞ্জন'দাও সত্য বলেছে, নোংরা না হোলে পরিচ্ছন্নতার মানে বুজবো কিভাবে? স্বীয়উল্লঙ্গপনা অমঙ্গলের নয়। উদোম আমাদের প্রতি আমরাই তাকায় সেখানে অন্যজন অন্নপাপী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.