আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ @ Thrope park

আমি দেখিনি , আমি শুনিনি , আমি বলিনি অনেক কিছুই....। গত সপ্তাহে কলিগরা মিলে গেছিলাম Thrope park ঘুরতে। সেইরকম কিছু রাইড আছে। উঠলে মনে হয় গেছি। এতো স্পীড যে মনে হয় কয়েক সেকেন্ড আগের জায়গায় হার্ট রাইখা শরীর সামনে আইয়া পরছে আছে সাইকো মুভি '' Saw '' এর কিছু রাইড। সবচেয়ে ভয়াবহ Saw এর বাইরের আবহটা জটিল। পুরা ভৌতিক , রক্ত মাখা পুলিশ কার , সাউন্ড বক্সে ভৌতিক শব্দ , কোপাকুপির যন্ত্রপাতি ইত্যাদি। ছবি দেখেন.............................. স্টেলথ নামে রাইডটা ইউরোপের সবচেয়ে স্পীডি রাইড যা মাত্র ২ সেকেন্ডে 80mph স্পীড তুলে ২০৫ ফিট উপরে ঘুরে আসে । ছবিতে দেখেন উচ্চতা.................. পানির একটা রাইড আছে, যেখান থেকে ছবি তুলতে যেয়ে রংধনু পাইয়া গেছিলাম। তাই রাইডটার প্রথম থেকে শেষ পর্যন্ত রংধনু তৈরি করাটা ছবিতে দেখেন .................... সবশেষে একটা নাম না জানা ফুল................... মেঘের দেশে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।