থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
শিরোনামঃ তারেক মিশুক নির্ধারিত সময়ে মারা গেছে
সামু থেকেই পড়ে নিয়েন, ঠিক মতই কপি-পেস্ট করা হয়েছে।
সংবাদটি আজকের পরথুম আলু পত্রিকার দ্বিতীয় পাতার প্রথম কলামে প্রকাশিত হৈসে। প্রমান চাইলে পরথুম আলুর ই-পত্রিকা দেখতে পারেন।
সংবাদটি আকারে ছোট্ট।
যাতে তেমন করে চোখে না পড়ে, আবার এই সংবাদ পরিবেশোনের মধ্য দিয়ে একটা সরকার বিরোধী ইমেজও যেন বজায় থাকে। মানে এই ঢিলে দুই পাখি কিলিং হইলো আর কি।
এইটা বিম্পি জামানা হইলে পরথুম আলু এই সংবাদডারে পরথুম পাতায় ব্যানার হেড লাইন করতো। এর পরের কয়েক দিন ধইরা কিছু প্রতিবেদন ছাপাইয়া 'আল্লাহর মাল' জাতীয় একটা টাইটেল ফালাইতো।
রক্ষা যে মজিবুর রহমান ফকির সাহেব-এর নামের দুই তৃতীয়াংশই জাতির পিতার মূল নামের সাথে মিলিয়া গেসে, আর ফকির হইয়া তিনি পরথুম আলুর কাছ থেইক্যা দ্বিতীয় পাতায় সংবাদ পরিবেশনটা ভিক্ষা পাইছেন।
সবেয়ে বড় কথা তিনি আম্লীগের রাজনীতি করেন। রাজাকার কামরুলের মতই তিনিও মিডিয়ার আক্রমন থেইক্যা বাইচ্যা যাবেন।
জয় পরথুম আলুর নিরপেক্ষতা /
জয় হাসি না /
জয় বাংলা /
জয় হিন্দ!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।