আমাদের কথা খুঁজে নিন

   

মহামান্নিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী (!) , যদি আপনার কথা ঠিক হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ধারিত সময়েই মারা গেছেন।

"মাসুদ পারভেজ মিঠু" দ্যা "পেক পেক পেক" বয়!!! পরের বেলায় ঠুসঠাস আর নিজের বেলায় ফুসফাস। কথাটার প্রমান আরেকবার পাইলাম। আমাদের মহামান্নিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেছেন, ‘ধর্মমতে মুসলমানদের কোনো অকালমৃত্যু নেই। তারেক (চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ) ও মিশুক (সাংবাদিক মিশুক মুনীর) তাদের জন্য নির্ধারিত সময়েই মারা গেছে। তাদের জন্য দুঃখ লাগতে পারে।

তবে এটাই বাস্তব। ’ যদি উনার কথাই ঠিক হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু নিয়া ফাল পাড়েন কেন? উনিও তো নির্ধারিত সময়েই মারা গেছেন। ওইসব গুল্লিমুল্লি উছিলা ছিল মাত্র! উনার জন্য আমাদের দুঃখ লাগতেই পারে। তবে এটাই বাস্তব। আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেক পছন্দ করি।

তার কারনেই আমরা আজ এইখানে। কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথাটা শুনে আমার এই কথাটা মনে হলো। তাই শেয়ার করলাম। দয়া করে অন্যকিছু মনে করবেন না । ।

অহো, লিখতে ভুলে গিয়েছিলাম, আমাদের প্রতিমন্ত্রী আরো বলেছেন "মা-বাবা শিক্ষিত হলে সন্তান বেশি হলে সমস্যা নেই। তিনি তাঁর মা-বাবার নবম সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর মা-বাবার নবম সন্তান ছিলেন। কিন্তু এসব পরিবারে কোনো সমস্যা হয়নি। " ওয়াও!! আসেন আমরা শিক্ষিত হই আর ডজন হিসেবে সন্তান জন্ম দেই।

কোন সমস্যা নেই। লিংক: তারেক মিশুক নির্ধারিত সময়ে মারা গেছে ভালো থাকবেন সবাই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।