মোবাইল ফোনকে বিশ্বাস নয়, বিশ্বাস করলে বিপদে পড়বে। চিড়িয়াখানা। চিড়িয়াখানা শব্দটি শুনে কী মনে হচ্ছে? শতশত জন্তু জানুয়ার খাচাঁয় বন্দী আর হাজার হাজার লোক তা দেখতে ভিড় করছে এমন একটি স্থান। জানুয়ারদের হাত থেকে মানুষদের বাচাঁতে জানুয়ারেরা হয় বন্দী, যেখানে মানুষেরা মুক্ত আর জানুয়ারেরা বন্দী। বোরকা। বোরকা শব্দটি শুনে কী মনে হচ্ছে? যা পড়ে শতশত নারী আর নিজেকে করে বন্দী, হাজার হাজার জানুয়ারের দৃষ্টি থেকে বাচাঁতে নিজেকে, নিজের সম্মানকে বাচাঁতে। যেভাবে নারীরা হয় বন্দী আর জানুয়ারেরা সব মুক্ত। তাই নারীদের হতে হয় Packet আর পড়তে হয় বোরকা, The Packet। বলুনতো কোন জানুয়ার সৃষ্টিকর্তার কাছে বেশী প্রিয়? চিড়িয়াখানায় বন্দী জানুয়ার না বাইরের পৃথিবীর মুক্ত জানুয়ার? উত্তরটা খুব সহজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।