আমাদের কথা খুঁজে নিন

   

"সি এন জি'তে করে ঘরে ফেরা সোনার হরিণের মতো" যদি কোনভাবে পেয়ে যান তাহলে ভাববেন আপনি ভাগ্যবান!!

ঢাকা শহরে সি এন জি চোখে পরবে অনেক, কিন্তু আপনি ড্রাইভারের সাথে কথা বলার সুযোগটুকু পাবেন না। কোথায় যাবেন পরের কথা। অথচ সরকার আইন করে কোন লাভ হচ্ছেনা। বরং সাধারন মানুষের ভোগান্তি আজ চরম শিখরে। নিয়মানুসারে প্রত্যেকটি সি এন জি অটোরিকসায় মিটারে চলার কথা।

কিন্তু ঢাকা মহানগরীতে কোন সি এন জি মিটারে চলে কিনা আমার জানা নেই। আপনি যেখানেই যেতে চাইবেন ভাড়া দিতে হবে কমপক্ষে ১০০ টাকা। তারপরে ও ড্রাইভারের পছন্দ মতো যেতে হবে। আপনি যেখানে যাবেন সে সেখানে সে যাবেনা। অথচ ৩-৪ কি.মি. রাস্তার দূরত্ব অনুসারে মিটারে চললে ভাড়া আসবে সর্বচ্চো ৪০ টাকা।

সাধারন মানুষের এই ভোগান্তির শেষ কোথায় ???? এভাবে আর কতোদিন সাধারন মানুষকে জিম্মি করে রাখবে সি এন জি'র ড্রাইভারেরা ? মিটারে গেলে নাকি তাদের পোষায়না। তাহলে ঘরে বসে থাকলেও ভাল,, মাসুষ একটু পরিত্রান পেতো এই জুলুম বাজদের হাত থেকে। মাঝে মাঝে মনে হয় দেশে কোন আইন কানুন নেই। যে যার মতো টাকা নিচ্ছে। বি এর টি এ ও যোগাযোগ মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী সি এন জি মিটারে প্রথম ২ কি.মি. ২৫ টাকা ভাড়া, তারপরের প্রতি কি.মি. এর জন্য ভাড়া ৭.৫০ টাকা, অপেক্ষমান চার্জ নির্ধারন করা আছে প্রতি মিনিটের জন্য ১.৩০ টাকা।

যদি এই আইন অমান্য করে কোন ড্রাইভার সি এন জি চালায় তাহলে তার জন্য শাস্থি নির্ধারন করা আছে সর্বোচ্চ ১ মাসের কারাদন্ড। কিন্তু বাংলাদেশের কোন সি এন জি'র ড্রাইভার আইন অমান্য করার জন্য এই শাস্থি পেয়েছেন কিনা আমার জানা নেই। যদি আইনের সঠিক প্রয়োগ হতো তাহলে মনে হয় ড্রাইভাররা মিটারে গাড়ী চালাতে বাধ্য হতো। এই গেলো টাকার হিসা্ব, এখন যাচ্ছি সি এন জি কোথায় যাবে আর কোথায় যাবেনা, আইনানুসারে ঢাকা মহানগরীতে যে কোন স্থানে, যে কোন দূরুত্বে সি এন জি যেতে বাধ্য থাকবে। প্রশ্ন হলো কতজন ড্রাইভার যাত্রীর সুবিধা অনুযায়ী সি এন জি চালাচ্ছে ?উদাহরণ স্বরুপ বলা যেতে পারে, আমি ফার্মগেইট থেকে মহাখালী যাবো সে ক্ষেত্রে মিটারে গেলে ভাড়া আসতে পারে সর্বচ্চো ৩৫ টাকা, কিন্তু সি এন জি ড্রাইভার যাবেনা, সে যাবে উত্তরায়, তার খুশি মতো।

কারন এতো স্বল্প দূরত্বে গাড়ী চালালে তার নাকি পোষাবেনা,, তাহলে আমার মতো সাধারন যাত্রী গন্তব্যে যাবে কিভাবে? আমার মতো প্রতিদিন হাজার হাজার যাত্রী এভাবে প্রতারনার শিকার হচ্ছে। এই সাধারন একটা আইন যদি প্রয়োগ করতে না পারে তাহলে দেশ চলছে কিভাবে ? এই প্রশ্ন দেশের প্রত্যেকটি নাগরীকের। কে দিবে এর সঠিক উত্তর ??????????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।