মহলদার চলুন আগে ঈদের ছুটিতে তোলা কয়েকটা ছবি দেখি, পরে দুঃখের কথা।
মন মাঝি তোর বৈঠা নে রে...........
হাওরের মাঝে নৌকার ইঞ্জিন নষ্ট অতপর..........
ছোট বেলায় কৃষকদের ক্ষেতের আইলের উপর বসে ভাত খেতে দেখে ভাবতাম বড় হয়ে আমিও আইলের উপর বসে ভাত খাব, কি মজা হবে। এরকম দৃশ্য দেখলে এখনো সেই সাধটা জেগে ওঠে।
মাছ ধরা...
ডালিম পাকিলে তাহা আপনি ফেটে যায়
ছোট লোক বড় হলে বন্ধুরে কাঁদায়..........
অনেক ব্যস্ততার কারনে অনেক দিন ধরে ছবি তোলার সুযোগ হয়না। ক্যামেরা ফেলে অনেক দিন ঢাকায় কাজে ব্যস্ত থাকার কারনে লেন্সেও কিছু ফাঙ্গাস পড়েছে ( ফাঙ্গাস তো লেন্সে পড়িনি মনে হচ্ছে যেন ফাঙ্গাস পড়েছে আমার কলিজায়)।
ক্যামেরা সংরক্ষণের নিয়ম কানুন যেটুকু জানি সেটুকুও পালন করতে গাফিলতির ফল হচ্ছে এটা। কাজেই যারা নবীন ফটোগ্রাফার তারা সাবধান। বর্ষাকালে আপনার ক্যামেরা ও লেন্স সঠিক ভাবে সঠিন স্থানে রাখুন। নেটে ঘাটলে অনেক উপায় জানতে পারবেন। তারপরও সংক্ষেপে যে কয়েকটা বিষয়ে খেয়াল রাখবেন বা মেনে চলার চেষ্টা করবেন তা হল-
১. নিয়মিত ক্যামেরা ব্যবহারের চেষ্টা করবেন, অনেকদিন ধরে ফেলে রাখবেন না।
২. ক্যামেরার ব্যাগ কিংবা বাক্সে সিলিকা জেল রাখুন। (কি পরিমানে রাখতে হবে তা আমি এখনো জানতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি কিনব এবং তখন জানতে পারব। )
৩. মুড়ি কিংবা চালের টিনের মধ্যে ক্যামেরা রাখলেও ফাঙ্গাস পড়ার ঝুঁকি কম।
৪. মুড়ি কিংবা চালের টিনের মধ্যে রাখার সুযোগ না থাকলে অন্য কোন শুষ্ক জায়গায় রাখার চেষ্টা করুন।
৫. লেন্স থেকে ফিল্টার খুলে রাখুন।
জানার পরও এসব না মেনে চলার দরুন (আমার মত) যদি লেন্সে ফাঙ্গাস পড়ে তবে খবরদার নিজে মাতবরি করে লেন্স খুলে পরিস্কার করার চেষ্টা করবেন না। দোকানে আলাপ করুন (আমিও করেছি, বলেছে ঢাকায় হবে না। থাইল্যান্ড থেকে করিয়ে এনে দিতে পারবে। ) এবং মোটা অংকের টাকা গচ্চা দেওয়ার জন্য রেডি থাকুন।
এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন। ইদানিং আমার খালি কাঁন্দতে ইচ্ছে করে যখন মনে পড়ে আমার কলিজায় ফাঙ্গাস পড়েছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।