আমাদের কথা খুঁজে নিন

   

Root এবং Unroot? সে তো ক্লাস টু এর বই! কবেই শেষ।

আশা করি সবাই খুব ভালো আছেন। এখন মাত্র একটি সফটওয়্যার দিয়েই কোন কম্পিউটার ছাড়াই আপনার ফোন কে Root এবং Unroot করুন খুব সহজেই।
Expert রা দয়া করে ধৈর্য নিয়ে পড়ুন, শেষে চমক আছে।
টিউন টি মূলত নতুন ইউজারদের জন্য যারা এখনও Root / Unroot করতে পারেন না। আজ আপনাদেরকে একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব।

যার নাম “Framaroot” । অনেকেই হয়তো এটার সাথে পূর্বপরিচিত । Framaroot বর্তমানে 2.0 থেকে 4.2 Android ভার্সন ফোন সমর্থন করে । এ ছাড়া আমরা জানি যে ফোন একবার রুট করলে ফোন এর ওয়ারেন্টি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফোন কোম্পানি এর ওয়ারেন্টি দিবে না । কিন্তু Framaroot দিয়ে রুট করলে পরবর্তীতে রুট করা ফোন আনরুট করা যায়, যেটা পরবর্তীতে আপনার ফোনের ওয়ারেন্টি পাওয়ার পথে কোন সমস্যা করে না ।

তবুও বলে রাখি, যা করবেন নিজ দায়িত্বে করবেন ।
কম্পিউটার ছাড়া ফোন রুট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন ঃ
ধাপ 1: প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে “Framaroot” অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন ।
ডাউনলোড করতে  এখানে   ক্লিক করুন ।
ধাপ 2: যদি কম্পিউটার এ ডাউনলোড করে থাকেন তাহলে Framaroot কম্পিউটার থেকে আপনার ফোন মেমরিতে কপি করে নিন ।
ধাপ 3 : Framaroot.apk ফাইলটি আপনার ফোন এ Install করুন ।


ধাপ ৪ : অ্যাপ্লিকেশানটি open করে নিচের মত “Install Superuser” option select করুন । তারপর নিচের মত যে কোন একটা exploits (Boromir / Faramir ) select করুন।

আমাদের দেশ এর বেশিরভাগ সেট symphony, Walton, Maximus and other Chaina handset তাই আপনারা Boromir select করবেন ।
ধাপ ৫ : আপনি সফল হলে নিচের মত একটা মেসেজ দেখাবে ।

ধাপ ৬ : এরপর আপনার ফোন কে  Reboot অথবা Restart করতে হবে ।

  Reboot করার পর আপনার ফোন মেনু তে "SuperSu" নামে একটি নতুন App যোগ হবে।
ধাপ ৬ : সফল না হলে অন্য expoilt ( Faramir ) select করে  আবার একই পথ অনুসরণ করুন ।
রুট সফল হওয়ার পর নিশ্চিত হওয়ার জন্য “Root Cheker” app টা ইন্সটল করুন ।
নিচের মত দেখালে বুঝবেন আপনি সফল হয়েছেন ।

“Root Checker” app টা ডাউনলোড করতে   এখানে ক্লিক করুন ।


এবার আসুন আনরুট করার পদ্ধতি তে। পদ্ধতিটা খুবই সহজ। Framaroot app টা ওপেন করে “Install Superuser” এ ক্লিক করলে “Unroot” অপশন সিলেক্ট করুন । তাহলেই হয়ে যাবে আপনার বহু প্রতীক্ষিত Unroot ।
পরবর্তী পোষ্ট এ লিখব কিভাবে আপনার মোবাইলের RAM বাড়ানো যায়।

RAM বাড়াতে  হলে আগে জানতে হবে কিভাবে ফোন Root / Unroot করতে হয়। এই কারনেই এই পোষ্ট টি লেখা ।
বি:  দ্র  ঃ  এই পোষ্ট টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের মন্তব্য বিভাগে। আর আমি তো ফেসবুক এ আছিই । এ ছাড়া Android HD গেম এর জন্য Visit করতে পারেন আমাদের গ্রুপ এ ।

ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ৩৯ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।