এসো আবার চড়াই উৎড়ই.......... আজকে একটি ছোট্ট কূয়ার গল্প বলব। যেই কূয়াতে নোংরা আবর্জনাময় দূষিত জল এবং বিভৎস বিকট দূর্গন্ধ, চারটি লেয়ারে মাছেদের বিচরণ। একজন রাঘব বোয়াল, বোয়াল, গুটি কয়েক শিং, মাগুর, টেংরা ও অন্যান্য মাছসমূহ। রাঘব বোয়াল কয়েকটি শিং মাছকে নিয়ে ঘুরতে পছন্দ করেন, কারণ শিং মাছগুলো তাকে গুঁতিয়ে গুঁতিয়ে হলেও বাকি মাছেদের উপর স্বৈরতন্ত্র কায়েম করতে পারে এবং খাবারে ভাগ বসাতে পারে, মাঝে মাঝে দু-একটি গোল্ডফিশ আসে মারা যায় নয়তো সেই টেংরা পুটি হয়ে যায়। একদিন একটা চিড়িং মাছের আগমন মাছটি লাফাঁয়, শিং কই টেংরারা হাঁহাকার করে রাঘব বেয়াল, বোয়ল বহবা দেয় নাচঁ দেখে, চিড়িং লাফিয়েই চলে। চিড়িং একদিন একটা টিনের ডিম পারে এবং পেখম ফুলিয়ে গোল্ডফিশে বিবর্তনের হুমকী দেয়। রাঘব বোয়াল, বোয়ালরা খুশি হয়। শিং, কই টেংরা, পুটিরা ডিমটিকে খাবলে-খুবলে খেতে চেষ্টা করে এবং খেয়ে অট্টঁহাসিতে চিড়িংকে তিরস্কার করে। চিড়িং মুখ কালো করেও মনে মনে হাঁসে কারণ, গোল্ডফিশে রূপান্তরের পথে তার সেই সোনার ডিম(???)টিকে বাঁচানোর জন্য, রাঘব বোয়াল, বোয়াল, শিং কই টেংরা-পুটি সব মাছকে এবং পুরো পুকুরটিকে তার ভালো করেই চেনা হয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।